প্রথম ওয়ানডেতে পাকিস্তানের জয়


প্রকাশিত: ০৩:০৯ এএম, ০৯ ডিসেম্বর ২০১৪

বৃথা গেল রস টেলরের ওয়ানডে ইতিহাসের মাত্র ষষ্ঠ খেলোয়াড় হিসেবে টানা তৃতীয় সেঞ্চুরি। কিন্তু তাঁকে ছাপিয়ে দুবাইয়ে নায়ক উঠে উঠলেন হারিস সোহেল ও শহীদ আফ্রিদি। এই দুই ব্যাটসম্যানের চমৎকার নৈপূণ্যেই যে নিউজিল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে পাকিস্তান।

২৪৭ রানের লক্ষ্যে খেলতে নেমে কিউই বোলারদের দাপটে ৫২ রানেই ৪ উইকেট হারায় পাকিস্তান। চাপে পড়া পাকিস্তানকে সেখান থেকে টেনে তোলেন হারিস ও আফ্রিদি। ৫১ বলে ৭ চার ও ১ ছক্কায় আফ্রিদি ৬১ রানে আউট হলেও হার না মানা ৮৫ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন হারিস। ১০৯ বলের ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ৫ চার ও ১ ছক্কায়।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড মোহাম্মদ ইরফানের জোড়া আঘাতে ৪৪ রানের মধ্যে হারায় ডিন ব্রাউনলি ও কেন উইলিয়ামসনের উইকেট দুটি। এ ধাক্কা সামলে ওঠার আগেই ওয়াহাব রিয়াজের বলে সরফরাজ আহমেদকে ক্যাচ দেন অ্যান্টন ডেভচিচ।

একপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলেও আস্থার প্রতিমূর্তি হয়ে নিজের ইনিংসটা নির্মাণ করতে থাকেন টেলর। পূরণ করেন সেঞ্চুরির হ্যাটট্রিক। ওয়ানডেতে হ্যাটট্রিক সেঞ্চুরি আছে জহির আব্বাস, সাঈদ আনোয়ার, হার্শেল গিবস, এবি ডি ভিলিয়ার্স ও কুইন্টন ডি ককেরও।

তবে টানা তিন ইনিংসে তিন অঙ্কের জাদুকরী স্কোর ছুঁতে পারেননি নিউজিল্যান্ডের আর কোনো ব্যাটসম্যান। ভারতের বিপক্ষে এ বছরের জানুয়ারিতে হ্যামিল্টনে অপরাজিত ১১২ রানের পর ওয়েলিংটনে করেছিলেন তিনি ১০২ রান। আর পাকিস্তানের বিপক্ষে খেলেছেন ১০৫ রানের কার্যকর এক ইনিংস। তাতে ১১১ রানে ৫ উইকেট হারানোর পরও কিউইদের স্কোরটা গিয়েছিল ২৪৬ পর্যন্ত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।