বাজেটে বরাদ্দ কমেছে ক্রীড়াঙ্গনে
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ০১ জুন ২০২৩
প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের জন্য সরকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছে। প্রস্তাবিত বাজেটে বরাদ্দ কমেছে ক্রীড়াঙ্গনে।
বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত এ বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আগের অর্থবছরে (২০২২-২৩) প্রস্তাবিত বাজেট ছিল ১ হাজার ২৭৫ কোটি টাকা। সংশোধিত বাজেট হয়েছিল ১ হাজার ৬২৮ কোটি টাকা।
এবার প্রস্তাবিত বাজেট তার তুলনায় কমেছে। ধরা হয়েছে ১ হাজার ৩০৩ কোটি টাকা। মানে গতবার সংশোধিত বাজেটের থেকে ক্রীড়াঙ্গনে ৩২৫ কোটি টাকা কমেছে বরাদ্দ।
আরআই/এমএমআর/এএসএম
টাইমলাইন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।