তিন ফরমেটেই সর্বোচ্চ তামিম


প্রকাশিত: ০৭:০৯ পিএম, ১১ মার্চ ২০১৬

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড ছিল অলরাউন্ডার সাকিব আল হাসানের দখলে। তবে দ্বিতীয়স্থানে থাকা তামিম ইকবাল এবার পেছনে ফেললেন সাকিবকে। শুক্রবার রাতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৭ করে সাকিবকে পেছনে ফেলেন তিনি। ফলে ক্রিকেটের তিন ফরমেটেই সর্বোচ্চ রানের রেকর্ড এখন তামিম ইকবালের দখলে।

বাংলাদেশের এ ওপেনার টেস্ট আর ওয়ানডেতে আগেই সর্বোচ্চ রানের মালিক ছিলেন। কেবল বাকি ছিল ক্রিকেটের ছোট আসর টি-টোয়েন্টিতেই। এখন তিন ধরনের ক্রিকেটেই বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিকই শুধু নন, তিন ধরনের ক্রিকেটে সর্বোচ্চ ইনিংসও তার দখলে।

৯৪২ রান নিয়ে আজ (শুক্রবার) ব্যাট করতে নেমেছিলেন তামিম। আর সাকিবের রান ছিল ৯৭৯। আগের ম্যাচে অপরাজিত ৮৩ করা তামিম এই ম্যাচেও শুরু থেকে ছিলেন দারুণ ছন্দে। কিন্তু ১১ রান দূরে থাকতেই আউট হয়ে গেলেন। অবশ্য ততক্ষণেই সাকিবকে পেছনে ফেলে ১০ রানে এগিয়ে গেছেন তিনি।

টেস্টে তামিমের রান ৩ হাজার ১১৮। ওয়ানডেতে ৪ হাজার ৭১৩। টি-টোয়েন্টিতে ৯৮৯। ফলে তিন ধরনের ক্রিকেটেই সর্বোচ্চ রান এখন তামিমের নামের পাশে।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।