ওমানই উঠে যাবে সুপার টেনে যদি...


প্রকাশিত: ০১:৪৩ পিএম, ১১ মার্চ ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারেরমত খেলতে এসেই চমকে দিয়েছে ওমান। প্রথম ম্যাচেই তারা হারিয়েছে তুলনামুলক শক্তিশালি আয়ারল্যান্ডকে; কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বৃষ্টির বাঁধায় এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মধ্যপ্রাচ্যের দেশটিকে।

দিনের অপর ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। বৃষ্টি থামার খবর শোনা গেলেও এখনো সেই ম্যাচে বৃষ্টির শংকা রয়ে গেছে। কিন্তু বৃষ্টি যদি থেমে যায় এবং খেলা হয় তখন একটা প্রার্থনাই হয়তো করতে থাকবে ওমানের ক্রিকেট সমর্থকরা।

এই ম্যাচে আয়ারল্যান্ড যদি বাংলাদেশের বিপক্ষে জিতে যায়, তাহলেই ওমানের জন্য কেল্লাফতে। বাংলাদেশের জন্য যেটা হবে বিপত্তি, সেটা হয়ে যাবে ওমানের জন্য সাপে বর! আবহাওয়া অফিসের তথ্যমতে আগামী দুইদিন ধর্মশালায় বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে বাংলাদেশেরই।

এক ম্যাচ জিতে এবং এক ম্যাচে ভাগাভাগির কারণে ওমানের পয়েন্ট এখন তিন। টাইগাররা যদি আয়ারল্যান্ডের কাছে হেরে যায়, সেক্ষেত্রে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড দুই দলের পয়েন্ট ই দাঁড়াবে দুই করে। অন্যদিকে রবিবার গ্রুপের শেষ দু’ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে গিয়ে আর মাঠেই না গড়ায়, তাহলে ওমানের পয়েন্ট দাঁড়াবে চার এবং বাংলাদেশের এবং আয়ারল্যান্ডের পয়েন্ট হবে তিন করে। পয়েন্টের ব্যবধানে তখন ওমানই উঠে যাবে সুপার টেনে।

সুতরাং, বাংলাদেশ কখনওই চাইবে না আয়ারল্যান্ডের কাছে হারতে।

আরআর/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।