প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ নারী দলের হার


প্রকাশিত: ০৩:৫৩ এএম, ১১ মার্চ ২০১৬

বিশ্বকাপ মিশন শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নেমেছিল জাহানারারা। তবে শুরুটা ভালো হয়নি নারী টাইগারদের। প্রথম ম্যাচেই লংকানদের কাছে ৫ উইকেটে হেরে গেছে বাংলাদেশ নারী দল।

ব্যাঙ্গালুরুর চিন্বাসামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই লংকানদের বোলিং তোপে পড়ে জাহানারা বাহিনী। দলীয় ১৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর রুমানা ও নিগার সুলতানা ৪০ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন। রুমানা ২০ আর  নিগার সুলতানা ৩৩ রান করে বিদায় নিলে আবার চাপে পড়ে টাইগাররা। শেষ দিকে আর কেউ রান না পেলে মাত্র ৯৫ রানেই শেষ হয় জাহানারাদের ইনিংস।

বাংলাদেশের দেওয়া ৯৬ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ১৮.১ ওভারে ৫ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় লংকানবাহিনী। বাংলাদেশের পক্ষে রুমানা নেন ৩ উইকেট।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।