স্বাগতিকদের হারানোর পর মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ২৫ মে ২০২৩

স্বাগতিক ওমানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচেই খেলো বড় ধাক্কা। মালয়েশিয়ার কাছে ৫-১ গোলের ব্যবধানে হারলো লাল সবুজ জার্সিধারীরা।

ম্যাচের প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করলেও আরও দুটি গোল হজম করে মামুন উর রশিদের শিষ্যরা।

ম্যাচের অষ্টম, ১৩ আর ১৪তম মিনিটেই তিন গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। ৩৭ মিনিটে বাংলাদেশ একটি গোল শোধ করলেও ৪৩ আর ৫৯ মিনিটে আরও দুই গোল হজম করে বড় হার নিয়ে মাঠ ছাড়ে।

এই হারে টুর্নামেন্টের সেমিতে ওঠা কঠিন হয়ে গেলো বাংলাদেশের। শেষ ম্যাচে জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্য প্রতিপক্ষের ফলের দিকে।

এছাড়া জুনিয়র বিশ্বকাপে খেলার টিকিট পাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখতেও ওই টুর্নামেন্টের আয়োজক মালয়েশিয়ার বিপক্ষে জয়টা গুরুত্বপূর্ণ ছিল। মালয়েশিয়ার কাছে বড় ক্ষতি করে দিলো লাল সবুজ জার্সিধারীদের।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।