আয়ারল্যান্ডের বিপক্ষেও নেই মুস্তাফিজ!


প্রকাশিত: ০৩:১১ পিএম, ১০ মার্চ ২০১৬

সদ্য সমাপ্ত এশিয়া কাপে ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশ দলের নতুন পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। সে কারণে প্রথম তিন ম্যাচের পর আর খেলা হয়নি তার। ঝুঁকি এড়াতে তাকে সরিয়ে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উদ্দেশ্য বিশ্বকাপের শুরু থেকেই সম্পূর্ণ ফিট মুস্তাফিজকে পাওয়া; কিন্তু ইনজুরির কারণে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও পাওয়া যাচ্ছে না বাঁ-হাতি এই পেসারকে, এমনটাই ইঙ্গিত দিয়েছেন টাইগার কোচ।

মুস্তাফিজকে নিয়ে বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে অফিসিয়াল প্রেস কনফারেন্সে কোচ হাথুরুসিংহে বলেন, মুস্তফিজ এখনো শতভাগ ফিট নন। আমরা কালকেও ওকে পর্যবেক্ষণ করব। এই মুহুর্তে তার সম্পর্কে কমেন্ট করা কঠিন। সে কাল খেলতে পারবে কি না তা এখনো বলা যাচ্ছে না।
 
উল্লেখ্য, শুক্রবার বাংলাদেশ-আয়ারল্যান্ডের ম্যাচ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে।  

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।