নিউজিল্যান্ডের প্রাথমিক দল ঘোষণা


প্রকাশিত: ০৯:৪৯ এএম, ০৮ ডিসেম্বর ২০১৪

জেসি রাইডারকে বাদ দিয়েই বিশ্বকাপের জন্য ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এছাড়া দলে কোন চমক নেই।

অনভিষিক্ত কোন খেলোয়াড়কে নিজেদের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রাথমিক দলে রাখা হয়নি। মাঠের বাইরে নানা ঘটনা জন্ম দেয়ার ওস্তাদ নিউজল্যান্ডের ব্যাটসম্যান জেসি রাইডার। দেশের হয়ে সর্বশেষ এ বছর জানুয়ারিতে খেলেছেন তিনি। এরপর দীর্ঘ অনুপস্থিতি।

তবে ঘরোয়া লীগে এসেক্সের হয়ে দারুণ পারফর্মেন্স করায় আবার তার জাতীয় দলে ফেরার দরজা খুলে যায়। তারই ধারাবাহিকতায় নিউজিল্যান্ডের ‘এ’ দলে রাখা হয় তাকে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে দল থেকে নাম প্রত্যাহার করে নেন ৩০ বছল বয়সী রাইডার। এরপর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আর যোগাযোগ রাখেন নি তিনি। এতে নিজ দেশের বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া করলেন তিনি।

নিউজিল্যান্ডের ৩০ সদস্যের দল:
ওপেনার: মার্টিন গাপটিল, অ্যান্টন ডেভসিচ, টম লাথাম, হ্যামিশ রাদারফোর্ড ও রব নিকোল।
মিডল অর্ডার: ব্রেন্ডন ম্যাককালাম, রস টেইলর, কেইন উইলিয়ামসন, নেইল ব্রুম, ডিন ব্রনলাই ও কলিন মুনরো।
উইকেটরক্ষক: লুক রনচি ও বিজে ওয়াটলিং।
অলরাউন্ডার: কোরি অ্যান্ডারসন, জেমস নিশাম, ড্যানিয়েল ভেট্টোরি, কলিন ডে গ্রান্ডহোম, অ্যান্ড্রু এলিস, জেমস ফ্রাঙ্কলিন, গ্রান্ট এলিয়ট।
স্পিনার: রনি হিরা ও নাথান ম্যাককালাম।
ফাস্ট বোলার: হ্যামিশ বেনেট, ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, ম্যাট হেনরি, মিচল ম্যাকক্লেনাঘান, কাইল মিলস, অ্যাডাম মিলনে ও টিম সাউদি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।