‘ধর্মশালায় কোনো এলিয়েনিক কন্ডিশন নাই’


প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০৯ মার্চ ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করার আগে সবচেয়ে আলোচনা হয়েছিল ধর্মশালার কন্ডিশন নিয়ে। সম্পূর্ণ অপরিচিত এ কন্ডিশনে মানিয়ে নেয়ারও সুযোগ পায়নি টাইগাররা। একদিনের প্রস্তুতি নিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে টাইগারদের অস্বস্তি দেখে বোঝা গেছে কন্ডিশনে সম্পূর্ণ মানিয়ে নিতে পারেনি তারা। তবে বাংলাদেশ কন্ডিশনের দোহাই দিতে রাজি নন দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন। জানান ব্যাটিংই খারাপ হয়েছে, ধর্মশালায় কোনো এলিয়েনিক কন্ডিশন নাই।

বুধবার বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের ধারাভাষ্য দিতে জাগো এফএম ৯৪.৪-এ এসেছিলেন হাবিবুল। এ সময় তিনি বলেন, ‘আগে যদি যেতে পারতাম তাহলে খুব ভালো হতো; কিন্তু আগে যাওয়ার চেয়ে এশিয়া কাপের ফাইনাল খেলাকে বেশি প্রাধান্য দিব। আমাকে যদি চয়েজ দেওয়া হয় ধর্মশালার কন্ডিশনে মানিয়ে নিতে চার দিন আগে যাবেন নাকি এশিয়া কাপের ফাইনালে খেলবেন? আমি এশিয়া কাপের ফাইনালই নিব। ম্যাচ খেলার চেয়ে ভালো কোন অনুশীলন হয় না। আর এটা এমন কোন এলিয়েনিক কন্ডিশন না যে একদম আকাশ-পাতাল কোন পার্থক্য হয়ে যাবে। আমরা আসলে ব্যাটিংই ভালো করি নাই। তামিম ছাড়া কেউ ভালো খেলেনি।’

একটি পেশাদার ক্রিকেট দলকে অবশ্যই সকল কন্ডিশনে খেলতে হবে জানান হাবিবুল। সত্যিকার আন্তর্জাতিক ক্রিকেটাররা কখনোই কন্ডিশন নিয়ে ভাবেন না বলেও উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গে হাবিবুল বাশার বলেন, ‘যখন ক্রিকেট খেলবেন তখন আপনাকে সবসময় ভিন্ন কন্ডিশনে ক্রিকেট খেলতে হবে। পেশাদার ক্রিকেটারতো এটাই। আপনি কখনো আপনার ঘরের মাঠ সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না। এটা নিয়ে অভিযোগ করার কিছু নেই। আন্তর্জাতিক ক্রিকেটাররা কখনোই এই সব নিয়ে ভাবে না।’

আরটি/আএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।