বঙ্গবন্ধু আন্তর্জাতিক নারী হ্যান্ডবল

দুই বিভাগের ফাইনালে বাংলাদেশ-ভারত

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ১৪ মে ২০২৩

ঢাকায় চলমান ৪ জাতির বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ উইমেন্স ট্রফি (ইয়ুথ ও জুনিয়র) টুর্নামেন্টের দুই বিভাগেরই ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। একইভাবে ফাইনাল নিশ্চিত করেছে ভারতের হ্যান্ডবল দলও। টানা দুই ম্যাচ জেতায় ফাইনাল নিশ্চিত হয় স্বাগতিক বাংলাদেশ ও ভারতের।

অপরদিকে ইয়ুথ ও জুনিয়র দুই বিভাগে টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মালদ্বীপ এবং নেপালের উইমেন্স হ্যান্ডবল দল। দুদলের ফাইনাল নিশ্চিত হলেও গ্রুপপর্বের সেরা দল (চ্যাম্পিয়ন) কারা সেটি এখনো নিশ্চিত হয়নি।

আগামীকাল সোমবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও ভারতের মেয়েরা। বেলা ৩টায় বাংলাদেশ ইয়ুথ উইমেন্স দলের প্রতিপক্ষ ভারত। একই দিন বিকেল সাড়ে ৪ টায় বাংলাদেশ জুনিয়র দল খেলবে ভারত জুনিয়র দলের বিপক্ষে।

শনিবার শুরু হয়েছে বঙ্গবন্ধু আইএইএএফ ট্রফি। প্রথমদিনেই ম্যাটে নামে বাংলাদেশের দুই দল (ইয়ুথ ও জুনিয়র)। প্রথমদিন লাল-সবুজদের প্রতিপক্ষ ছিল মালদ্বীপ। বাংলাদেশের ইয়ুথ এবং জুনিয়র দুই দলের কাছেই বড় ব্যবধানে পরাজিত হয় মালদ্বীপের মেয়েরা।

রোববার টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল নেপাল। মালদ্বীপের মতো নেপালের মেয়েরাও পরাজিত হয়েছে। বাংলাদেশ ইয়ুথ দলের কাছে নেপাল ইয়ুথ দল ৫০-০৪ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে। অপরদিকে বাংলাদেশ জুনিয়র দলের কাছে নেপাল জুনিয়র দল হেরেছে ২৩-০৯ গোল ব্যবধানে।

আরআই/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।