বিশ্বকাপের ধারাভাষ্য প্রচার করবে জাগো এফএম


প্রকাশিত: ০৮:৫৪ এএম, ০৯ মার্চ ২০১৬

এশিয়া কাপের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এ আসরের সবগুলো ম্যাচ বিরতিহীনভাবে ধারাভাষ্য প্রচার করবে জনপ্রিয় রেডিও স্টেশন জাগো এফএম ৯৪.৪। আজকের বাংলাদেশ-নেদারল্যান্ডসের ম্যাচ চলাকালীন সময়ে জাগো এফএম-এ অতিথি হিসেবে থাকছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী।

এ বিষয়ে জাগো এফএম এর স্টেশন ম্যানেজার উদয় চৌধুরী বলেন, আমরাই প্রথম বিরতিহীনভাবে বিশ্বকাপের ধারাভাষ্য প্রচার করছি। দেশের খ্যাতনামা ধারাভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদ, এস এম শাকুর ও নাফিস খেলার ধারাভাষ্য করবেন।

টেলিভিশনের পাশাপাশি বর্তমানে রেডিও স্টেশনগুলো ক্রিকেট ম্যাচের ধারাভাষ্য প্রচার করছে। তবে এবারই প্রথম জাগো এফএম বিরতিহীনভাবে বিশ্বকাপের সবগুলো ম্যাচের ধারাভাষ্য প্রচারের উদ্যোগ নিয়েছে।  

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।