হংকংকে হারিয়ে জিম্বাবুয়ের শুভ সূচনা


প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০৮ মার্চ ২০১৬

পর্দা উঠে গেলো টি-টোয়েন্টি বিশ্বকাপ ৬ষ্ঠ আসরের। ভারতের নাগপুরে বিদর্ভ স্টেডিয়ামে জিম্বাবুয়ে-হংকংয়ের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়ালো টি-টোয়েন্টির ব্যাট-বলের ঝঙ্কার। প্রথম ম্যাচেই হংকংকে ১৪ রানে হারিয়ে দুর্দান্ত সূচনা করলো জিম্বাবুয়ে। এই জয়ের মধ্য দিয়ে সুপার টেনের পথে এক পা দিয়ে রাখলো জিম্বাবুয়ে।

নাগপুরের ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়েকেই প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় হংকং। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। ওপেনার ভুসিমুজি সিবান্দা করেন ৪৬ বলে অনবদ্য ৫৯ রান। এল্টন চিগুম্বুরা অপরাজিত থাকেন ৩০ রানে। ২৬ রান করেন ম্যালকম ওয়ালার। হ্যামিল্টন মাসাকাদজা করেন ২০ রান।

হংকংয়ের বোলার তানভির আফজাল এবং আজিজ খান নেন ২টি করে উইকেট। একটি উইকেট নেন নাদিম আহমেদ।

জবাবে ব্যাট করতে নেমে জেমি অ্যাটকিনসনের ৪৪ বলে ৫৩ রান সত্ত্বেও জয় পেলো না হংকং। ৩১ রানে অপরাজিত থাকেন তানভির আফজাল। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৪৪ রানে থেমে যায় হংকং। জিম্বাবুয়ের ডোনাল্ড তিরিপিয়ানো এবং তেন্দাই চাতারা নেন ২টি করে উইকেট।

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।