বিশ্বকাপে আশা নেই পাকিস্তানের : ইনজামাম


প্রকাশিত: ০৩:৪৭ এএম, ০৮ মার্চ ২০১৬

এশিয়া কাপে হতাশা জনক পারফর্মেন্সের পর ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও সুবিধা করতে পারবে না পাকিস্তান। এমনটাই মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক।

বিশ্বকাপ শুরুর আগের দিন দিল্লিতে এক অনুষ্ঠানে ইনজামাম বলেন, এশিয়া কাপের টিম নিয়ে পাকিস্তান বিশ্বকাপে খেললে খুব বেশি সুবিধে করতে পারবে না। আরও একজন ভাল ব্যাটসম্যান দলে ভীষণ দরকার। তা হলে পাকিস্তান লড়াই দিতে পারবে।’’

তিনি আরও বলেন, এই পাকিস্তান দলে যদি কারও চোট লাগে তো আরও মুশকিল। কারণ, তেমন ভাল পরিবর্ত নেই পাকিস্তানের। যেটা ভারতের আছে।  

এদিকে জিম্বাবুয়ে- হংকং ম্যাচের মধ্য দিয়ে আজ পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট ষষ্ঠ আসরের। নাগপুরে বিদর্ভ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩ টায় ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের এই টুর্নামেন্টটি। একই দিন অপর ম্যাচে মুখোমুখি হবে ওমান এবং আয়ারল্যান্ড।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।