শিশুশিক্ষায় সোচ্চার কারিনা
শিশুদের শিক্ষার জন্য চাইল্ড-ফ্রেন্ডলি স্কুল প্রচারণার শুভেচ্ছা দূত হলেন কারিনা কাপুর। টাটা স্কাই ও ইউনিসেফের যৌথ এ উদ্যোগে নানান প্রচারণামূলক ছবি প্রদর্শন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুদের উপযোগী শিক্ষা উপকরণের বিষয়ে সচেতনতা গড়ে তোলা হবে।
কারিনা কাপুর আগে থেকেই ইউনিসেফের ভারতীয় অ্যাডভোকেট হিসেবে কাজ করে আসছেন। বললেন, “ইউনিসেফের সঙ্গে সম্প্রতি কয়েকটি শিশু-উপযোগী স্কুল ঘুরে এসেছি। সেখানকার ছেলেমেয়েদের সঙ্গে আমার কথা হয়েছে। ওরা এ ধরনের প্রোগ্রামে ভালই উপকৃত হচ্ছে। চাইল্ড ফ্রেন্ডলি জায়গাগুলো দেখে আমি সত্যিই অনুপ্রাণিত।”
একটি বিবৃতিতে কারিনা আরও জানান, “এ ধরনের স্কুলগুলোতে শিশুরা সারাক্ষণই বেশ আনন্দে থাকে। শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করাতেও তাদের ভারি আনন্দ। এখানে তারা নিরাপদ বোধ করে, আর শেখাটা যেন আনন্দের হয়, এ জন্য এসব স্কুলগুলোতে অনেক সৃজনশীল উপকরণ থাকে।”