ফাইনালের কারণে বন্ধ স্টেডিয়াম-সংলগ্ন দোকানপাট


প্রকাশিত: ০৮:১১ এএম, ০৬ মার্চ ২০১৬

দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে খেলছে বাংলাদেশ। এ নিয়ে চারদিকে শুরু হয়েছে দারুণ উত্তেজনা। তবে উত্তেজনা ছাপিয়ে যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সজাগ রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এলাকার দোকানপাট বন্ধ রাখা হয়েছে।

রোববার দুপুর ১২টার থেকেই মিরপুর ২ নম্বর মোড় থেকে ৬ নম্বরের প্রশিকা মোড় পর্যন্ত সকল দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। তবে এ নিষেধাজ্ঞার আয়তার বাইরে রয়েছে ঔষুধের দোকান। ভারত ও বাংলাদেশের উত্তেজনাকর ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এ বাড়তি ব্যবস্থা।

 

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই স্থানীয় দোকাদারদের কয়েক দফায় তাগাদা দিলেও তারা বন্ধ না করায় পুলিশ শাটার টেনে বন্ধ করছেন দোকানপাট। তবে এতে বিপাকে পড়েছেন হোটেল ব্যবসায়ীরা।

স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে তিনটি খাবারের হোটেলে ফাইনালে প্রচুর দর্শকের কথা চিন্তা করে বাড়তি খাবারের ব্যবস্থা করেছিল। ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন বলে জানিয়েছেন হোটেল তিনটির  মালিক।

তবে এর আগে ওয়ানডে ও এশিয়াকাপে কখনোই এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর কারণ জানতে চাইলে এক পুলিশ সদস্য বলেন, সঠিক কারণ জানা নেই। বিশ্বকাপে ওরা (ভারত) অন্যায়ভাবে আমাদের হারিয়েছিল। তাই দর্শকরা একটু ক্ষেপে থাকতে পারে। অথবা বাংলাদেশ জিতলে উল্লাসে মাতলে অপ্রীতিকর কিছু ঘটতেও পারে। তাই বাড়তি সাবধানতা নেওয়া।

আরটি/এএইচ
    
    

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।