ভারতের বিপক্ষে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন!


প্রকাশিত: ০৪:০৬ এএম, ০৬ মার্চ ২০১৬

এশিয়া কাপ টি-টোয়েন্টি ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এ নিয়ে দেশজুড়ে টাইগার ভক্তদের মাঝে চলছে চরম উন্মাদনা। ট্রফি জয়ের স্বপ্ন ঘিরে সেই উন্মাদনায় পারদ ঢালছেন দলের খেলোয়াড়রাও। আর এ ম্যাচে বাংলাদেশ একাদশে দেখা যেতে পারে দুই পরিবর্তন।
 
পাকিস্তানের বিপক্ষে ‘ডু অর ডাই’ ম্যাচে দলে না থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান সোহান অনুমিতভাবেই বোঝা যাচ্ছিল দলে ফিরছেন। শেষদিকে তার বিস্ফোরক ব্যাটিংয়ের কারণে তাকে দলে নেওয়া হচ্ছে। তার পরিবর্তে বাদ পড়ছেন টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন।
 
আর ভারতীয় চার বাঁহাতি ব্যাটসম্যানের (যুবরাজ সিং, শেখর ধাওয়ান, সুরেশ রায়না ও জাদেজা) কথা মাথায় রেখে বাঁহাতি স্পিনার আরাফাত সানীকে দলের বাইরে রাখা হতে পারে। তার পরিবর্তে দলে জায়গা পেতে পারেন বিপিএলে দেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারি আবু হায়দার রনি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।