বর্ষসেরা গোলদাতা রোনালদো


প্রকাশিত: ০১:৪৩ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৪

টানা দ্বিতীয়বারের মতো ফিফা ব্যালন ডি’ওর পদক জয়ের জন্য অপেক্ষার প্রহর গুনছেন; ক্রিশ্চিয়ানো রোনালদোর এই অপেক্ষার প্রহর শেষ হবে আগামী বছর জানুয়ারি মাসে। তবে ইতোমধ্যে চলতি বছর অনেক পদকই জমা পড়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলা পর্তুগাল জাতীয় দলের এই অধিনায়কের ভাণ্ডারে।

সর্বশেষ এতে যোগ হয়েছে আরও একটি পদক। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকের (আইএফএফএইচএস) বর্ষসেরা গোলদাতার পদক জিতেছেন রোনালদো।

২০১৩ সালে পর্তুগাল জাতীয় দল এবং রিয়ালের জার্সিতে মোট ৬৯টি গোল করেছিলেন তিনি। যা ওই মৌসুমে একজন ফুটবলারের সর্বোচ্চ গোল করার রেকর্ড। এরই স্বীকৃতি হিসেবে রোনালদোর হাতে ‘সেরা গোলদাতা ২০১৩’ পদক তুলে দিয়েছে আইএফএফএইচএস। পদক হাতে ইনস্টাগ্রামে নিজের হাসিমাখা ছবিটাও তুলে দিয়েছেন রোনালদো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।