কোচ বরখাস্ত করেও জিততে পারলো না চেলসি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:০২ পিএম, ০৫ এপ্রিল ২০২৩

আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা কারোরই নেই। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি রয়েছে ১১তম স্থানে এবং লিভারপুল রয়েছে ৮ম স্থানে। সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে প্রয়োজন অন্তত চতুর্থ স্থানে থাকা।

স্টামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে সুযোগ ছিলো দুই দলের একটির এগিয়ে যাওয়ার। লিভারপুল জিততে পারলে লিভারপুল উঠে আসতে পারতো অন্তত ৭ম স্থানে। আর চেলসি জিততে পারলে উঠে আসতে পারতো ১০ম স্থানে।

কিন্তু কোনোটিই হলো না। দুই দলের কেউই জিততে পারেনি। গোলশূন্য ড্র হয়েছে এই হাইভোল্টেজ ম্যাচ। মাঠের খেলায়ও কেউ কারো চেয়ে পিছিয়ে ছিলো না। ম্যাচ পরিসংখ্যানই তার জবাব দেয়। দুই দলই বল পজেশনে ছিল সমান সমান, অর্থ্যাৎ ৫০ ভাগ করে।

গোল লক্ষ্যে ১২টি শট নিয়েছিলো চেলসি, লিভারপুল নিয়েছিলো ৭টি। পোস্টে শট লিভারপুল রাখতে পেরেছিলো ৪টি এবং চেলসি রাখতে পেরেছিলো ৩টি। তবে কেউই সাফল্যের মুখ দেখেনি।

গত শনিবারই অ্যাস্টন ভিলার কাছে ২-০ গোলে পরাজয়ের পর কোচ গ্রাহাম পটারকে বরখাস্ত করে চেলসি। এখন দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত কোচ ব্রুনো স্যালটর। কিন্তু তার শুরুটাও ভালো হলো না। পূর্ণ পয়েন্ট পেলেন না তিনি।

যদিও ব্রুনো স্যালটর আক্রমণাত্মক একটি একাদশই গঠন করেছিলেন। কিন্তু গ্রাহাম পটারের দর্শন থেকে এখনও পুরো দল বের হয়ে আসতে পারেনি। যার ফলে গোলও পায়নি তারা।

লিভারপুল সব মিলিয়ে টানা চতুর্থ পরাজয় এড়াতে পেরেছে এই ম্যাচে ড্র করে; কিন্তু সেরা চারে থেকে লিগ শেষ করার যে আকাঙ্খা, তা সম্পন্ন হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। যদি না, তাদের খেলার পরিকল্পনায় কোনো পরিবর্তন না আনে।

এই ড্রয়ের ফলে ২৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে রয়েছে চেলসি। ২৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ৮ম স্থানে রয়েছে লিভারপুল। ২৯ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে ম্যানসিটি।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।