বাংলাদেশের প্রধান শক্তি দর্শক : মাশরাফি


প্রকাশিত: ১২:০৯ পিএম, ০৫ মার্চ ২০১৬

বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দিক কোনটি? ব্যাটিং, বোলিং নাকি ফিল্ডিং? কেউ যদি বলে এর একটিও নয় তাহলে নিশ্চিত করে বিশাল ধাঁধায় পড়বেন যে কোন ক্রিকেট বিশেষজ্ঞও। বিষয়টি পরিস্কার করলেন বাংলাদেশ দলের রঙিন জার্সির অধিনায়ক ও দেশ সেরা পেসার মাশরাফি বিন মর্তুজা। জানালেন বাংলাদেশ দলের সবচেয়ে বড় শক্তি দর্শক।

শক্তিশালী ভারতের বিপক্ষে আগামীকাল এশিয়া কাপের ফাইনালের মঞ্চে নামছে বাংলাদেশ। এ ম্যাচে নামার আগে নানা প্রশ্ন ক্রিকেটভক্তদের মনে ঘুরছে। নিজেদের শক্তিশালী দিক কোথায় জানতে চাইলে শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অধিনায়ক বলেন, ‘আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি দর্শক, সবসময়ই ছিল, এখনও আছে। দর্শক না থাকলে আমরা এতটা অনুপ্রাণিত হতাম না। আমাদের ক্রিকেট এ পর্যন্ত আসার পেছনে জনসাধারণের অনেক অবদান, অনেক ত্যাগও আছে। এটা আমাদের জন্য ভালো একটি সুযোগও। আমরা যদি ভালো খেলতে পারি, ভালো কিছু করতে পারি, তাহলে অবশ্যই সবাই খুশি হবে। আমাদের জন্য তাই দারুণ সুযোগ।’

tigers

সেই দর্শকদের ভোগান্তি কাঁদায় মাশরাফিকেও। এদিন নিজেই দেখেছেন তাদের দুর্দশা। দুই দিন আগে থেকে লাইনে দাঁড়িয়েও টিকেট পাননি দেশের আনাচে কানাচে থেকে আসা হাজারো ভক্তরা। এখন তাদের জন্য ভালো ক্রিকেট খেলে প্রতিদান দিতে চান তিনি। এ প্রসঙ্গে বলেন, ‘সকালেই দেখেছি, অনেক মানুষ টিকিটের জন্য লাইন দিয়ে আছে। একটি টিকিটের জন্য অনেক কষ্ট করেছে, অনেকেই নাকি বেশ সমস্যায়ও পড়েছেন। আমরা ভালো খেললে প্রায়ই এটা হয়ে আসছে। এখন আরও বেশি হচ্ছে। আমি আশা করব এবং পুরো দলই চেষ্টা করবে তাদের জন্য ভালো কিছু করার।’

tigers

উল্লেখ্য, রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় ফাইনালের মঞ্চে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ।

আরটি/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।