রাজধানীতে ৩ ভুয়া চিকিৎসকের কারাদণ্ড


প্রকাশিত: ০১:১৪ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৪

রাজধানীর আগারগাঁওয়ে শাহজালাল জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে তিন ভুয়া চিকিৎসকসহ ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি হাসপাতালটিও সিলগালা করে দেওয়া হয়েছে।

শনিবার সকাল থেকে চালানো এ অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা। ওই হাসপাতালের ভুয়া তিন চিকিৎসক হলেন—হাসপাতালের মালিক সুজন দাস, সুমন পাল ও মাসুম মৃধা। তাদের তিনজনকে ২ বছর করে কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।