ফাইনালে স্বাভাবিক খেলতে চান মাশরাফি


প্রকাশিত: ০৯:৫২ এএম, ০৫ মার্চ ২০১৬

আরও একটি এশিয়া কাপের ফাইনালের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। আর একটি মাত্র ধাপ পেরোতে পারলেই শিরোপা উঠবে মাশরাফিদের হাতে। আগামীকাল (রোববার) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ফাইনালের মঞ্চে মুখোমুখি হচ্ছে টাইগাররা। এ ম্যাচ নিয়ে দারুণ রোমাঞ্চিত তারা। তবে আবেগ নিয়ন্ত্রণ করে স্বাভাবিক খেলা খেলতে চান মাশরাফি-সাকিবরা। এমনটাই জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

শনিবার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমাদের এ ম্যাচ নিয়ে আবেগ থাকাটা খুবই স্বাভাবিক। কারণ আমরা সব সময় এমন সুযোগ পাই না। তার ওপর দেশের মাটিতে খেলা হচ্ছে। তাই এটা খুব স্বাভাবিক। নিয়ন্ত্রণ করাটা কঠিন। আমরা চেষ্টা করছি, যত স্বাভাবিক থাকা যায়। স্বাভাবিক থেকেই খেলতে চাই।’

বাংলাদেশ এ ম্যাচ নিয়ে দারুণ উত্তেজিত হলেও উল্টো চিত্র ভারতে। দলের প্রধান কোচ রবি শাস্ত্রী জানিয়েছেন আট দশটা স্বাভাবিক ম্যাচের মতই এ ম্যাচ কে নিচ্ছেন তারা। এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘উনি যেটা বলেছেন, উনাদের মত আট দশটা ম্যাচের মতই। কারণ উনারা এর আগেও এমন অনেক ফাইনাল খেলেছে। অনেক বড় বড় উত্তেজনাকর ম্যাচ খেলেছে। কিন্তু ভারতের জন্য যতটা সহজ আমাদের জন্য ততটা না।’

এর আগে সর্বশেষ সিরিজে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপের শেষ তিন ম্যাচেও দারুণ খেলেছে বাংলাদেশ। সুতরাং পরে ম্যাচে কি প্রত্যাশা করছেন জানতে চাইলে মাশরাফি বলেন, ‘এটা সম্পূর্ণ ভিন্ন ম্যাচ। এর ফ্লেভারই আলাদা। এটা আমরা আলাদা হিসাবে নিয়েছি। আমাদের সেরা ক্রিকেটই খেলার চেষ্টা করবো। শেষ তিন ম্যাচে যেভাবে খেলেছি। আশা করি আমরা সে ধারাবাহিকতা রাখতে পারবো।’

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।