শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তামিম


প্রকাশিত: ০২:৩০ পিএম, ০৪ মার্চ ২০১৬

আরও একটি এশিয়াকাপের ফাইনালে বাংলাদেশ। এবার প্রতিপক্ষ প্রতিবেশি ভারত। আগেরবার পাকিস্তানের কাছে মাত্র দুই রানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল টাইগারদের; কিন্তু এবার আর এমন কিছু হতে দিতে চান না মাশরাফিরা। সুতরাং, এবার এশিয়া কাপের শিরোপা জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল খান।

শুক্রবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ইনডোরে দলের অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপ করতে গিয়ে তামিম বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের জিততে হলে তিন বিভাগেই সেরা ক্রিকেট খেলতে হবে। এই তিন বিভাগে আমাদের অনেক শক্তিশালী থাকতে হবে। কারণ, প্রথম ম্যাচে ওরা খুব বাজে অবস্থা থেকে ফিরে এসে ম্যাচ জিতেছে। ওদের সেই স্কিল রয়েছে। ওই ভুলগুলো আমরা কম করলে সবকিছুই সম্ভব।’

সর্বশেষ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় পেয়েছিল বাংলাদেশ। এর আগে ২০১২ সালে এশিয়াকাপে ভারতকে হারিয়েই ফাইনালে খেলেছিল টাইগাররা। যদিও সেবার ছিল ওয়ানডে সংস্করণ। তারপরও এবার সে স্মৃতি কতটা আত্মবিশ্বাস জোগাবে জানতে চাইলে তামিম বলেন, ‘ভারতের সঙ্গে ভালো কিছু ইনিংস খেলার স্মৃতি তো অবশ্যই মনে পড়বে। একটা জিনিস আমরা বিশ্বাস করি, একটা দল যতোই শক্তিশালী হোক না কেনো, আমরা যদি আমাদের মতো খেলি, তাহলে যে কোনো দলকেই হারাতে পারি। যা এর আগেও প্রমাণ করেছি। ভারতের সর্বশেষ সিরিজে তাদেরকে আমরা হারিয়েছি। যদিও সেটা অন্য ফরম্যাট ছিলো। তারপরও যদি ভুল কম করি, তাহলে আমাদের ভালো সম্ভাবনা আছে।’

তবে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত কতটা ভয়ংকর তা ভালো করেই জানেন তামিম। এ সংস্করণে আইসিসি র্যাংকিংয়ে শীর্ষে থাকা দলটিকে হারাতে হলে সেরাটাই খেলতে হবে বলে জানান তিনি। এ প্রসঙ্গে তামিম বলেন, ‘ভারত শক্তিশালী একটি দল। তাদের সঙ্গে যারাই প্রতিপক্ষ হোক, তাদের ভিন্ন ধরেন অনুভূতি থাকাটাই স্বাভাবিক। ওরা এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলছে। সেই সঙ্গে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। শেষ তিনটি ম্যাচে আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। ফাইনালে যে কোন কিছুই হতে পারে। যে দল ভালো ক্রিকেট খেলবে তারাই জিতবে।’

উল্লেখ্য, আগামী রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতের বিপক্ষে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ।

আরটি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।