টি-টোয়েন্টি তো মাত্র দুই ওভারের খেলা : তামিম


প্রকাশিত: ০২:০৮ পিএম, ০৪ মার্চ ২০১৬

ক্রিকেটের নতুন সংস্করণ টি-টোয়েন্টি। মাত্র বিশ ওভারের এই খেলায় দর্শকরা আসে ধুমধাড়াক্কা ব্যাটিং দেখতে। পুরো ম্যাচ জুড়েই থাকে উত্তেজনা; কিন্তু বাংলাদেশ দলের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল মনে করেন এটা মূলতঃ দুই ওভারের খেলা। দুটি ওভার ভালো হলেই ম্যাচের পার্থক্য তৈরি হয়ে যায়।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের ইনডোরে দলের অনুশীলনের ফাঁকে তামিম বলেন, ‘টি-টোয়েন্টি হলো বিশ ওভারের খেলা। তবে আমি মনে করি এটা মাত্র দুই ওভারের খেলা। ব্যাটিংয়ে যদি ১৫ রানের দুটি ওভার পাওয়া যায় কিংবা বোলিংয়ে যদি দুই ওভারে দুইটি করে উইকেট নেয়া যায়, তাহলেই ম্যাচ বদলে যেতে পারে। এটা যারা করতে পারবে, বাংলাদেশ বা ভারত; তারাই জিতবে।’

বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে ও টেস্টে সেরা সংগ্রাহক ওপেনার তামিম ইকবাল। টি-টোয়েন্টিতেও সাকিব আল হাসানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন তিনি। সব মিলিয়ে বাংলাদেশের সেরা ব্যাটসম্যানই বলা যায় তামিমকে; কিন্তু নিজেকে সেরা মানতে নারাজ এ বাংলাদেশি ওপেনার। এ প্রসঙ্গে বলেন, ‘আমি নিজেকে সেরা মনে করি না। আমি নই, আমাদের দলের সবই মূল খেলোয়াড়।’

ওয়ানডেতে গত বছরের দুর্দান্ত সাফল্যের পর সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে ভালো খেলছে বাংলাদেশ। শ্রীলংকা, পাকিস্তানের মত দলসহ টানা তিনটি ম্যাচে জয় পেয়েছে তারা। তাই বাংলাদেশকে এখনই জায়ান্ট দল হলো কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মনে করি না এখনই আমাদের জায়ান্ট বলা উচিত। কারণ এখনো অনেক পথ আমাদের যেতে হবে। তবে এটা সত্য, আমরা বেশ খানিকটা এগিয়েছি; কিন্তু সেটা জায়ান্ট বলার মতো না, বিশেষ করে টি-টোয়েন্টিতে। আমরা এই সংস্করণে উন্নতি করছি। এভাবে এগোতে থাকলে, আশা করছি ভবিষ্যতে দারুণ কিছু হবে।’

উল্লেখ্য, আগামী রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতের বিপক্ষে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ।

আরটি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।