শুন্য থেকেই শুরু করবেন তামিম


প্রকাশিত: ১১:৫৬ এএম, ০৪ মার্চ ২০১৬

এশিয়া কাপ এলেই যেন বাড়তি উত্তেজনা কাজ করে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবালের মনে। এর আগের এশিয়া কাপে (২০১২ সালে) টানা চার ম্যাচেই করেছিলেন হাফ সেঞ্চুরি। সাম্প্রতিক সময়ে বিপিএল-পিএসএলেও দুর্দান্ত ফর্মে রয়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার; কিন্তু এসব কিছুকেই অতীত বললেন তামিম। ভারতের বিপক্ষে ফাইনালে শুন্য থেকেই শুরু করতে চান বলে জানালেন তিনি।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ইনডোরে দলের অনুশীলনের ফাঁকে তামিম বলেন, ‘আগে মোটামুটি কিছু ভালো খেলেছি। কিন্তু এগুলো অতীত। ওইদিন (রবিবার) যখন আমি শুরু করবো তখন নতুন একটি দিন। আমাদের শূণ্য থেকেই শুরু করতে হবে। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আমার যে পরিকল্পনা রয়েছে, চেষ্টা করবো ওটা পূরণ করার জন্য। যাতে করে দল উপকৃত হয়।’

গত বছর থেকেই দারুণ ফর্মে রয়েছেন তামিম। সর্বশেষ পাকিস্তান সুপের লিগেও (পিএসএল) খেলেছেন দুর্দান্ত। ৬ ম্যাচে করেছিলেন ২৬৭ রান। নিজের এই ফর্ম ফাইনালের মঞ্চে কতটা কাজে লাগবে জানতে চাইলে তামিম বলেন, ‘ফর্ম ভালো থাকলে আত্মবিশ্বাস থাকে। মানসিকভাবেও ভালো অবস্থায় থাকা যায়। আমি চেষ্টা করবো যে, ভালো ফর্মে আমি আছি। সেটা জাতীয় দলের জন্য করতে পারলে ভালো হবে।’

পিএসএলের ফর্ম নিয়ে এই ড্যাশিং ওপেনার আরও বলেন, ‘আপনি যে লিগেই খেলেন না কেন যদি রান করতে পারেন তাহলে আপনি অবশ্যই আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। আত্মবিশ্বাস অবশ্যই আছে। তবে আজকের দিনের পরের দিন নতুন দিন। আমাদের নতুন একটি বল মোকাবেলা করতে হবে।’

শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভালো করতে পারেননি তামিম। ছক্কা দিয়ে শুরু করলেও শেষ পর্যন্ত ৭ রানেই শেষ হয় তার ইনিংস। ওই ম্যাচ নিয়ে তামিম বলেন, ‘শেষ ম্যাচে একটু বেশি নার্ভাস ছিলাম। ব্যাটসম্যান হিসেবে যখন ১০-১২ দিনের গ্যাপ থাকে, ওখান থেকে এসে খেলাটা একটু কঠিন। একটি জিনিস ভালো হয়েছে ফাইনালের আগে ২-৩টি অনুশীলন সেশন আমরা পাচ্ছি। এটা আমার ব্যাক্তিগত ভাবেও ভালো হয়েছে। আমি টি-টোয়েন্টি সংস্করণে সম্প্রতি যেভাবে ব্যাট করছি, চেষ্টা করবো ওভাবেই আগাতে। যদি সবকিছু ঠিক থাকে, তবে ওটা আমার দিন হবে। চেষ্টা করবো সামর্থ্য অনুযায়ী খেলার।’

উল্লেখ্য, আগামী রোববার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের বিপক্ষে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ।

আরটি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।