ফাইনালেও ছোট ছোট অবদান চান তাসকিন


প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ০৩ মার্চ ২০১৬

আগামী রোববার এশিয়া কাপের ফাইনালে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছিল টাইগারদের। এবার আর তার পুনরাবৃত্তি চান না বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। তাই ম্যাচ জয়ের জন্য সবার কাছ থেকেই ছোট ছোট আবদান চান দলের অন্যতম সেরা বোলার তাসকিন আহমেদ।

বৃহস্পতিবার নিজ বাসভবনে সাংবাদিকদের তাসকিন বলেন, ‘আল্লাহর রহমতে শেষ ম্যাচে সবাই ভালো করেছে। টি-টোয়েন্টিতে তেমন সময় থাকে না। এই অল্প সময়ে যে যত অবদান রাখতে পারে ততই দলের লাভ। অল্প সময়ের খেলা, তো এখানে ছোট ছোট আবদান, কিছু রান সেভ, কিছু রান নেয়া, ভালো একটা স্পেল এগুলাই আসলে সাহায্য করে দলের জয়ের ক্ষেত্রে। দল হিসাবে খেলটাই গুরুত্বপূর্ণ। আশা করছি ফাইনাল ম্যাচে ছোট ছোট অবদান থাকে সবার কাছ থেকেই, তাহলেই জিনিসটা সহজ হয়ে যাবে।’

টি-টোয়েন্টিতে বড় বড় দলগুলোর একজন দুইজন খেলোয়াড়ই পুরো ম্যাচের পার্থক্য গড়ে দেয়। যেমনটা বাংলাদেশের বিপক্ষে করেছেন রোহিত শর্মা। তবে বাংলাদেশ দলে তেমন কোন বিশেষজ্ঞ টি-টোয়েন্টি স্পেশালিষ্ট না থাকায় তাসকিন চাচ্ছেন সবার অবদানের কথা। একই কথা বরাবরই বলে আসছেন দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসি র্যাংকিংয়ের শীর্ষ দল ভারত। সেটা ভালো করেই জানেন তাসকিন। তাই তাদের বিপক্ষে নিজেদের সেরাটা খেলেই জয় আদায় করে নিতে হবে বলে জানান তিনি। এ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘নিঃসন্দেহে ভারত পৃথিবীর সেরা একটা দল। তবে আমরা যদি নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারি তাহলে ভালো কিছু হওয়া সম্ভব। ৫০-৫০ সম্ভবনা আছে।’

আরটি/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।