বিশ্ব মিডিয়ায় মাশরাফিদের জয়


প্রকাশিত: ০৪:৫৯ এএম, ০৩ মার্চ ২০১৬

পাকিস্তানের বিরুদ্ধে বুধবার রাতে বাংলাদেশ ক্রিকেট দলের শ্বাসরুদ্ধকর জয়ের খবর বিভিন্ন বিদেশি গণমাধ্যমে বেশ ফলাও করে ছাপা হয়েছে। জাগো নিউজরে পাঠকদের জন্য প্রসিদ্ধ কিছু গণমাধ্যমে প্রকাশিত খবরের কিছু অংশ তুলে ধরা হলো:  
পাকিস্তানের প্রভাবশালী ইংরেজী দৈনিক দ্য ডন তাদের ‘Asia Cup: Bangladesh hold nerve to beat Pakistan, reach final’ শিরোনামের সংবাদে লিখেছে। এতে বলা হয়েছে, পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। পত্রিকাটি আরো লিখেছে ২৮ রানে ৪ উইকেট হারানো পাকিস্তান শেষ অবধি ৭ উইকেটে ১২৯ তুলতে সমর্থ হয়।জবাবে বাংলাদেশ ১৯.১ ওভারেই ৫ উইকেটে ১৩১ রানে পৌঁছে যায়। পত্রিকাটি মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিংয়েরও ভূয়সী প্রসংশা করেছে।

অপরদিকে, ভারতের সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা ‘পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশ’ শিরোনামের সংবাদে ছেপেছে।এতে বলা হয়েছে, বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয় এনে দিলেন মাহমুদুল্লাহ। তার পরই ভাঙল গ্যালারি থেকে রিজার্ভ বেঞ্চের উচ্ছ্বাসের বাঁধ। পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপ ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ। তবে টাইগাররা এ ম্যাচে যেভাবে ব্যাট করেছে এশিয়া কাপে এখনও কোনো দল তা করেনি।

পত্রিকাটি তাদের ‘এগারো বাঙালি বাঘের লড়াইয়ে আবেগাশ্রুতে ভাসল শের-ই-বাংলা’ অপর একটি শিরোনামের সংবাদে লিখেছে, দুরন্ত বাংলাদেশ। অসাধারণ বোলিং। তাতেও ছাপিয়ে গেল ব্যাটিং। যেটা হয়তো স্বপ্নেও ভাবেনি পাকিস্তান। এভাবে বাংলাদেশের ব্যাট তাদের বাড়ি পাঠিয়ে দেব। কিন্তু হল তেমনটাই।

এছাড়া লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা তাদের ‘পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ’ শিরোনামে লিখেছে, ঢাকায় এশিয়া কাপ ক্রিকেটের এক শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শেষ ওভারের প্রথম বলে মাহমুদউল্লার ছক্কায় পাঁচ উইকেটে লক্ষ্য ছাড়িয়ে যায় স্বাগতিক দল। এই জয়ের ফলে ৬ই মার্চের ফাইনালে আবারো ভারতের প্রতিপক্ষ হবে বাংলাদেশ। সংবাদ মাধ্যমটি আরো লিখেছে গত তিনটি টি-২০ ম্যাচে তাড়া করতে গিয়ে ব্যর্থ হয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে এই সাফল্য ফাইনালে নিঃসন্দেহে তাদের মনোবল বাড়াবে।



এমএমজেড/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।