টি-টোয়েন্টিতে সেরা জয় পেলেন মাশরাফি


প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ০২ মার্চ ২০১৬

গত বিশ্বকাপ থেকেই বদলে গেছে বাংলাদেশ। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের পর পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো বাঘা বাঘা দলের বিপক্ষে জয় পেয়েছে টাইগাররা। সে হিসেবে অনেক জয়ই বাংলাদেশ ক্রিকেটের জন্য স্মরণীয়। তবে আজকের জয়কে টি-টোয়েন্টি সংস্করণে সেরা জয় বললেন দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তানের বিপক্ষে এ জয়ই সেরা কি-না জানতে চাইলে অধিনায়ক বলেন, ‘আমি বলবো এ জয় অন্যতম সেরা। আপনি অনেক ম্যাচ খুঁজে পাবেন যা বাংলাদেশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তবে যদি শুধু টি-টোয়েন্টির কথা বলেন তাহলে আমি বলবো এটা অন্যতম সেরা ম্যাচ। কারণ সামনে আমাদের খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট (টি-টোয়েন্টি বিশ্বকাপ) আসছে। আমাদের বাছাই পর্ব খেলতে হবে। তাই এই জয়টা খুব গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস ছেলেরা এই ম্যাচ থেকে সামনে ভালো খেলার আত্মবিশ্বাস পাবে।’

ওয়ানডে ক্রিকেটে যতটা শক্তিশালী টি-টোয়েন্টিতে ততটা শক্তিশালী না বাংলাদেশ। এ জন্য গত ডিসেম্বর থেকে এ সংস্করণের ক্রিকেটকে লক্ষ্য করে নিবিড় অনুশীলন করে যাচ্ছে মাশরাফিরা। খুলনা ও চট্টগ্রামে অনুশীলনসহ জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলে তারা। সে ধারায় নিজেদের উন্নতি প্রমাণ করে এবার এশিয়াকাপে ফাইনালে খেলছে বাংলাদেশ।

উল্লেখ্য, আগামী ৬ মার্চ একই মাঠে এশিয়া কাপ শিরোপার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ।

আরটি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।