এ কী করলেন সাকিব!


প্রকাশিত: ০৫:৩১ পিএম, ০২ মার্চ ২০১৬

সাকিব আল হাসানের এই রূপটা এখন পরিচিত হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের সামনে। মাঝে-মধ্যেই মেজাজ হারিয়ে ফেলেন তিনি। মেজাজ হারালে কখন যে কী করে বসেন তার কোনো ইয়ত্তা নেই। এই সেদিন বিপিএলেও আম্পায়ারের সঙ্গে অসাধাচরণ করেছিলেন। যে কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি।

তার আগেও কখনও ড্রেসিংরূমে বসে টিভির সামনে অশালীন আচরণ করে নিষিদ্ধ হয়েছিলেন। কখনো গ্যালারিতে গিয়ে দর্শকের সঙ্গে মারামারি করেছেন। এবার সাকিব যা করলেন, সেটাও একপ্রকার ক্ষমার অযোগ্য অপরাধ।


পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। সৌম্য সরকার আউট হয়ে যাওয়ার পর মাঠে নামেন সাকিব। ইনিংসের ১৮তম ওভারের দ্বিতীয় বলের খেলা চলছিল তখন। মোহাম্মদ আমির আসলেন বল করতে। পুরো ইয়র্কার লেন্থের বল সাকিব চেয়েছিলেন স্কুপ করতে। কিন্তু বল বুঝতেই পারলেন না তিনি। বল সোজা গিয়ে হিট করলো স্ট্যাম্পে। বোল্ড হয়ে গেলেন সাকিব।

বোল্ড হওয়ার পরই সমস্ত রাগ, ক্ষোভ তিনি যেন ঝেড়ে ফেলতে চাইলেন স্ট্যাম্পের ওপর। নিজের ওপর রাগে ক্ষোভে ব্যাট দিয়ে রাগ-ক্ষোভে পেটাতে চাইলেন স্ট্যাম্পে। তবে সঙ্গে সঙ্গেই সম্ভবত ভুল বুঝতে পারলেন তিনি। সঙ্গে সঙ্গেই আম্পায়ারের দিকে ক্ষমা চাওয়ার ভঙিতে হাত তুললেন তিনি। দর্শকরাও স্তব্ধ হয়ে গেছে সাকিবের এই আচরণ দেখে।


ম্যাচ রেফারি জেফ ক্রো এই আচরণের জন্য সাকিবকে কোনো শাস্তি দেন কি-না সেটাই এখন দেখার বিষয়।



আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।