সৌম্যর ক্যারিয়ার সেরা ইনিংস
অনেকদিন থেকেই তেমন জ্বলে উঠছিল না সৌম্য সরকারের ব্যাট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর থেকেই ধুঁকছিলেন এ ব্যাটসম্যান। মাঝে জিম্বাবুয়ে সিরিজ ও বিপিএলেও ছিলেন নিষ্প্রভ। তবে বুধবার মিরপুরে টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেই ফর্মে ফিরলেন বাংলাদেশের এ তরুণ ওপেনিং ব্যাটসম্যান।
এশিয়া কাপের আগের দুই ম্যাচে সেট হয়েও বড় স্কোর করতে পারেননি। দেশসেরা ওপেনার তামিম ইকবাল ফেরার পর তাকে পেয়েই জ্বলে উঠলেন তিনি। এদিন শুরু থেকেই সাবলীল ব্যাট করছিলেন এ বাঁহাতি। তবে মাত্র ২ রানের জন্য ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি থেকে বঞ্চিত হন তিনি।
মোহাম্মদ আমিরের একটি দুর্দান্ত ইয়র্কারে সরাসরি বোল্ড হয়ে যান সৌম্য। তবে তার আগে একটি কার্যকরী ইনিংস খেলে দলকে জয়ের পথ দেখান তিনি। ৪৮ বল মোকাবেলা করে ৪৮ রান করতে চার মারেন ৫টি ও ছয় ১টি।
ওয়ানডেতে যতটা ধারাবাহিক সৌম্য টি-টোয়েন্টিতে ততটা নয়। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেছিলেন সৌম্য। ১০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ১৬২ রান।
আরটি/আইএইচএস/বিএ