ফাইনালে নিজেদের সম্ভাবনা দেখছেন মাশরাফি


প্রকাশিত: ১২:৫০ পিএম, ০১ মার্চ ২০১৬

প্রথম ম্যাচে ভারতের কাছে বড় হারের পর দুর্দান্ত খেলা উপহার দিয়ে টানা দুই ম্যাচ জিতে দলকে ফাইনালের পথে রেখেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে জয় পেলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে তাদের। তাই শেষ ম্যাচে একইভাবে খেলতে পারলে বাংলাদেশ ফাইনালে খেলতে পারবে বলে জানিয়েছেন দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরে দলের অনুশীলনের আগে ফাইনালে নিজেদের সম্ভাবনা নিয়ে অধিনায়ক বলেন, ‘সম্ভাবনার কথা বলবো যে, প্রতিটি জায়গাতেই সুযোগ আছে। একটা নতুন ম্যাচ কালকে (বুধবার)। যারা জিতবে তাদেরই ফাইনাল খেলার সুযোগ বেড়ে যাবে। সুতরাং এখানে আমাদের প্রতিটি জায়গায়ই সুযোগ আছে। প্রতিপক্ষেরও সুযোগ আছে।’

তবে পাকিস্তানকে এ সংস্করণের ক্রিকেটে ভয়ংকর মনে করছেন মাশরাফি। নিয়মিত টি-টোয়েন্টি খেলার পাশাপাশি দলের অনেক খেলোয়াড় ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলেন। তাই দলটির সঙ্গে জিততে হলে নিজেদের পরিকল্পনার সঠিক প্রয়োগ করতে হবে বলে জানান অধিনায়ক।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘তারা একবার টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন হয়েছিলো। এ ছাড়া তাদের অনেক খেলোয়াড় বিভিন্ন জায়গায় টি-টোয়েন্টি খেলে। আমরাও নতুন শুরু করেছি। অনেক কিছু চেষ্টা করেছি অনুশীলনে। সেগুলো নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা যদি ওদের দিকে না তাকিয়ে আমাদের পরিকল্পনাগুলো ঠিকঠাক প্রয়োগ করি, আমার মনে হয় আমাদের সব সুযোগই আছে।

উল্লেখ্য, বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

আরটি/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।