টস জিতে ব্যাটিংয়ে আরব আমিরাত


প্রকাশিত: ০১:১০ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

এশিয়া কাপের ষষ্ঠ ম্যাচে সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও আরব আমিরাত। এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন দলের সংযুক্ত আরব আমিরাত দলের অধিনায়ক আমজাদ জাভেদ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

এর আগে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে কিছুটা কোণঠাসা পাকিস্তান। তাই ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে জিততেই হবে তাদের। এদিন পাকিস্তান দলে একটি পরিবর্তন হয়েছে। ওয়াহাব রিয়াজের জায়গায় একাদশে ঢুকেছেন মোহাম্মদ নাওয়াজ।

টস করতে এসে পাকিস্তান দলের অধিনায়ক শহিদ আফ্রিদি বলেন, ‘শেষ ম্যাচে যা হয়েছে আমরা টা পুনরাবৃত্তি করতে চাইনা। আমাদের অবশ্যই ধারাবাহিক ব্যাটিং করতে হবে। আরব আমিরাতের বিপক্ষে চাপের মুখে পরতে চাইনা। ওয়াহাব রিয়াজ আজকে বিশ্রামে রয়েছেন, দলে ঢুকেছেন মোহাম্মদ নাওয়াজ।’

অপরদিকে, টানা দুই ম্যাচ হেরে ফাইনালে যাওয়ার কোনো সুযোগ নেই আরব আমিরাতের। বাকি দু-ম্যাচ তাদের জন্য স্রেফ নিয়ম রক্ষার। একটি পরিবর্তন হয়েছে তাদেরও। একাদশে সুযোগ পেয়েছেন উসমান মুস্তাক।

টস জয়ের পর আমিরাত অধিনায়ক বলেন, ‘আগের দুই ম্যাচে আমরা আগে বোলিং নিয়ে ভালো করিনি। তাই আজকে ব্যাটিং নিয়েছি। আমরা চেষ্টা করবো ১২০ এর উপরে রান করতে। দলে উসমান মুস্তাক ঢুকেছেন।’

আরটি/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।