বোলারদেরও কৃতিত্ব দিলেন মাশরাফি


প্রকাশিত: ০৭:০৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বড় হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আরব আমিরাতকে উড়িয়ে দেয়ার পর বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার সঙ্গেও এদিন দারুণ জয় তুলে নেয় তারা। দলের এমন জয়ের পিছনে সাব্বির-সাকিবের ব্যাটিংয়ের পাশপাশি বোলার এবং ফিল্ডারদেরও কৃতিত্ব দিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাব্বির বলেন, ‘সাব্বির ও সাকিব দারুণ ব্যাটিং করেছে। তবে বোলাররাও চমৎকার বোলিং করেছে। যেভাবে ফিল্ডিং সেটআপ করেছি সেভাবেই বল করেছে। সব মিলিয়ে আমি ইতিবাচক চিন্তা করতে চাই। আজ ক্যাচ মিস হয়েছে; তারপরও জিতেছে। গত ম্যাচেও মিস হয়েছিল। আজ আবার আমাদের গ্রাউন্ড ফিল্ডিং ভালো হয়েছে। সৌম্য অসাধারণ একটা ক্যাচ ধরেছে। মাহমুদুল্লাহ দারুণ একটা চেষ্টা করেছে। সব মিলিয়ে সামনে ম্যাচেও ফিল্ডিং নিয়ে আমরা ইতিবাচক চিন্তাই করবো।’

এদিন মূলত সাব্বিরের দুর্দান্ত ব্যাটিং জয়ের ভিত পান টাইগাররা। বাকি কাজ করেন বোলাররা। সাব্বিরকে তাই সবসময় তার নিজের মতোই খেলতে দেখতে চান অধিনায়ক। এ প্রসঙ্গে বলেন, ‘সাব্বির নিশ্চিন্ত মনে খেলুক। তিন নম্বরে সে ভালো করছে। আমি মনে করি, তিন নম্বরে কী করতে হবে, তা সাব্বির ভালো করেই জানে। সুতরাং সে নিজের মতোই খেলুক। নিজের মতো খেলতে গিয়ে হয়তো প্রতিদিন সে সফল হবে না। তারপরও আমি চাই সে খোলামনেই খেলুক।’

আগামী বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

আরটি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

আরও পড়ুন