নিজের জন্য নয়, দলের জন্য খেলি


প্রকাশিত: ০৬:৪১ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক জয় তুলে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। আর দলের এ জয়ের মূল কারিগর ছিলেন হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। চাপে থেকেও দুর্দান্ত এক ইনিংস খেলে বোলারদের লড়াই করার পুঁজি এনে দেন তিনি। তবে চেষ্টা করলে সেঞ্চুরি করতেও পারতেন এ তারকা। তবে নিজের জন্য নয়, দলের জন্য ক্রিকেট খেলেন বলেই আক্রমণের ধার কমাননি সাব্বির।

মাত্র ৫৪ বলে ৮০ রানের এক ঝড়ো ইনিংস খেলেন সাব্বির। চামিরার বলে যখন তিনি আউট হন তখন আরও চার ওভার বাকি ছিল। একটু ধীরে দেখে খেললে পেতে পারতেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। কিন্তু তা না করে স্বাভাবিক ব্যাটিং করে যান তিনি।

সেঞ্চুরির চিন্তা করেছিলেন কি-না জানতে চাইলে রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাব্বির বলেন, ‘আমি আসলে সেঞ্চুরি-হাফসেঞ্চুরি এই সব নিয়ে ভাবি না। আমি দলের প্রয়োজনে খেলি। দলের জয়ে যদি এক রান করতে পারি তাহলে তাতেই আমি খুশি। সেঞ্চুরির কথা চিন্তাই করিনি।’

বিপিএলের শুরুর দিকে রান খরায় ভুগছিলেন সাব্বির। এরপর তিন নম্বরে ব্যাটিং করতে এসেই দারুণ সাফল্য পেতে শুরু করেন তিনি। সে ধারাবাহিকতায় জাতীয় দলেও নিয়মিত পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে বলেন, ‘তিন নম্বরে নেমে চেষ্টা করছি দলের জন্য অবদান রাখতে। আশা করছি পরের ম্যাচেও এ ধারাবাহিকতা ধরে রাখতে পারবো।’

আগামী বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

আরটি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

আরও পড়ুন