ম্যাচসেরা সাব্বির রহমান


প্রকাশিত: ০৫:১৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালের পথে অনেকদূর এগিয়ে গেল বাংলাদেশ। রোববার মিরপুরে শ্রীলঙ্কাকে ২৩ রানে হারিয়েছে টাইগার বাহিনী।

ম্যাচে ৫৪ বলে ৮০ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন সাব্বির রহমান। ৩টি ছয় আর ১০টি চারে সাজানো তার ইনিংস। দলীয় ২৬ রানেই দলীয় তিন উইকেট হারানোর পর দলের হাল ধরেন সাব্বির রহমান।

তার উপযুক্ত সঙ্গী ছিলেন সাকিব আল হাসান। তাদের ব্যাটে কালোমেঘ সরিয়ে সূর্যোদয় হতে শুরু করে। যার উপর ভর করেই শেষ পর্যন্ত বাংলাদেশ জয়ের দেখা পায়।

সাব্বিরের টর্নেডো ইনিংস আর ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে সাকিবের ৩৪ বলে ৩২ রানের দায়িত্বশীল ইনিংসে ভর করেই শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রানের চ্যালেঞ্জ দাঁড় করায় টিম বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে ২৬ রানের মধ্যে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ৮২ রানের জুটি গড়ে রেকর্ড গড়েন সাব্বির রহমান ও সাকিব আল হাসান। তাদের এই জুটির রানটি টি-টোয়েন্টির রেকর্ড বইয়ে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।