কোহলি-আমিরের প্রশংসায় ধোনি


প্রকাশিত: ০৬:২৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেটের জয় তুলে এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ভারত। ফলে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল তারা। লো স্কোরিং ম্যাচে পাকিস্তানকে মাত্র ৮৩ রানে গুটিয়ে দিয়েও স্বস্তিতে ছিল না ভারতীয় শিবির।

মোহাম্মাদ আমিরের দুর্দান্ত বোলিং তোপে পড়ে শুরুতেই তিন উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছিল ভারত। তবে বিরাট কোহলির দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত সহজ জয়ই পায় তারা। তাই ম্যাচ শেষে কোহলি ও আমিরের উচ্ছ্বসিত প্রশংসা করেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ধোনি বলেন, ‘কোহলি আমাদের সবসময় স্পেশাল ব্যাটসম্যান। সে চাপে দারুণ খেলে। এবং ধারাবাহিকভাবে ভালো খেলে আসছে। এই কন্ডিশনে ব্যাটিং করা সহজ ছিল না। সে এই কঠিন কাজটাই করে দেখিয়েছে। তার সঙ্গে যুবরাজও ভালো খেলেছে।’

আমির প্রসঙ্গে ধোনি বলেন, ‘আমির অসাধারণ বোলিং করেছে। প্রথম ওভারে দুই উইকেট নিয়ে আমাদের চাপে ফেলে দিয়েছে। সে সঠিক লাইন এবং লেন্থে বল করেছে। যেটা ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা বোলার। তার বোলিংয়ের সময় আমাদের ব্যাটিং করাটা খুব কঠিন ছিল।’

উল্লেখ্য, আগামী মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার মোকাবেলা করবে ভারত।

আরটি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।