যে রেকর্ড গড়লেন ভারতের দুই ওপেনার


প্রকাশিত: ০৫:৪১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

এই প্রথমবারের মতো টি-টোয়েন্টি ক্রিকেটে শূন্য রানে আউট হওয়ার রেকর্ড গড়লেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও আজিঙ্কা রাহানে। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এশিয়া কাপ টি-২০ আসরের চতুর্থ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নিজেদের ইনিংসে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান এই দুই ওপেনার।

ফলে এবারই প্রথম টি-২০ ফরম্যাটে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে গেলেন ভারতের ওপেনাররা। আর এই নিয়ে দ্বিতীয়বার বিপক্ষ দলের দুই ওপেনারকে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরানোর কৃতিত্ব দেখালো পাকিস্তানের বোলাররা।

প্রথম বলেই এলবিডব্লিউ’র আবেদন হয়। এ যাত্রায় বেঁচে যান রোহিত। কিন্তু পরের বলে একই আবেদন করলে আঙ্গুল তোলেন আম্পায়ার। বাকি ওপেনার রাহানেরও একই দশা। আমিরের এলবিডব্লিউর ফাঁদে রাহানেও।

দুই রানেই ওপেনাররা সাজঘরে। তবে ওই দুই রান রোহিত বা রাহানের ব্যাট থেকে আসেনি। এদের কেউ-ই রানের খাতা খুলতে পারেননি।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।