বিশ্বকাপে নেই ৫ তারকা ক্রিকেটার


প্রকাশিত: ০১:০০ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৪

গৌতম গাম্ভীর, যুবরাজ সিং, বিরেন্দর সেওয়াগ, জহির খান ও হারভজন সিং-ভারতের বিশ্বকাপে দলে জায়গা হয়নি এই ৫ তারকা ক্রিকেটারের। তাদের বাদ দিয়েই বৃহস্পতিবার আসন্ন আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর কারণ হিসেবে ধারণা করা হচ্ছে, বর্তমানে ফর্মের তুঙ্গে থাকা আগামী প্রজন্মের ক্রিকেটারদের ওপরই বিশ্বকাপ জয়ে ভরসা রাখছে ভারতীয় নির্বাচকরা।

ফর্মের ঘাটতি থাকায় প্রায় এক বছর দলের বাইরে রয়েছেন উপরোক্ত ৫ ক্রিকেটার। অবশ্য বিশ্বকাপের জন্য চূড়ান্ত ১৫ সদস্যের দল আইসিসির কাছে জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৭ জানুয়ারি। এর আগে বাদ পড়া এই ৫ ক্রিকেটারের দলের ফেরার সুযোগ উন্মুক্তই থাকছে, এমনটাই জানিয়েছে ভারতীয় মিডিয়াগুলো।

ভারতের প্রাথমিক বিশ্বকাপ দল :
ব্যাটসম্যান : শেখর ধাওয়ান, রোহিত শর্মা, আজিঙ্ক রাহানে, বিরাট কোহলি, সুরেশ রায়না, আমবতি রাইডু, কেদার যাদব, মনোজ তেওয়ারি, মনিস পান্ডে এবং মুরলি বিজয়।

ফাস্ট বোলার :
ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, উমেস যাদব, বরুণ অ্যারন, ধাওয়াল কুলকার্নি, স্টুয়ার্ট বিনি, মোহিত শর্মা এবং অশোক দিন্দা।

স্পিনার :
রবিচন্দ্রন আশ্বিন, পারভেজ রাসুল, করন শর্মা, অমিত মিশ্র, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং কুলদিপ যাদব।

উইকেটরক্ষক :
মহেন্দ্র সিং ধোনি, রবিন উত্থাপা, সঞ্জু স্যামসন এবং ঋদ্ধিমান সাহা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।