লড়াইটা পাকিস্তানি পেসার বনাম ভারতীয় ব্যাটসম্যানদের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

এবারের এশিয়াকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতকেই পাচ্ছে পাকিস্তান। চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামার আগে দারুণ প্রত্যয়ী পাকিস্তান দল। অধিনায়ক শহিদ আফ্রিদির আশা, ম্যাচের পার্থক্য গড়ে দেবেন তার পেসাররাই। ইরাফান, আমির, সামি ও রিয়াজের বোলিংয়ের উপর দারুণ আস্থা রয়েছে টি-টোয়েন্টি অধিনায়কের। ভারতীয় ব্যাটসম্যানদের বিপক্ষেই পাকিস্তানি বোলারদের মূল মোকাবেলা হবে মনে করেন এ অলরাউন্ডার।

শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে অনুশীলন শেষে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘ভারতীয় ব্যাটসম্যানরা সাধারণত স্পিনারদের ভাল খেলে এবং তাদের বেশ কিছু খেলোয়াড় ফর্মে আছে। ভাল ক্রিকেট খেলেই তারা এখানে এসেছে। আমাদের পেসাররা বেশ ভাল অবস্থায় আছে। সেটা আমির, ইরফান বা ওয়াহাব যে কেউ হতে পারে। আমি জানি তাদের ব্যাটিং শক্তিশালি, কিন্তু আমাদেরও দুর্দান্ত বোলিং আক্রমণ আছে। আমি আশা করছি ফলাফল আমাদের জন্য বেশ ভালই হবে।’

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন পাকিস্তানের পেসাররা। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ধারাবাহিক পারফরম্যান্স করার পর এবার তাদের মিশন এশিয়া কাপ। মোহাম্মদ ইরফান, মোহাম্মদ আমির, মোহাম্মদ সামি ও ওয়াহাব রিয়াজের মত পেসাররা এবার পাকিস্তান বোলিং লাইনআপে। দলের পেসারদের নিয়ে আফ্রিদি বলেন, ‘এ ধরণের কন্ডিশনে পেস বোলাররা অবশ্যই বড় ভূমিকা রাখে। আমরা চারজন পেসার পেয়েছি দলে এবং তারা উইকেট শিকারের বিবেচনায় ভালো ক্রিকেটার। আমাদের ফাস্ট বোলাররা শুরুর ছয় ওভারের সদ্ব্যবহার করতে চেষ্টা করবে এবং চেষ্টা করবে ব্যাটসম্যানদের ফেরত পাঠাতে।’

তবে নিজেদের ব্যাটিংকেও পিছিয়ে রাখছেন না আফ্রিদি। পিএসএল খেলে দলের ব্যাটসম্যানরা দারুণ ছন্দে রয়েছেন বলে জানান তিনি। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমাদেরও ব্যাটিংয়ে শক্ত দিক আছে। কারণ তারা সবাই পিএসএল খেলে ভালো অবস্থায় আছে। আমি শুধু আশা করব, যেন আমরা নিজেদের ভুলগুলোর পুনরাবৃত্তি না করি এবং নিজেদের মৌলিক বিষয়গুলো ধরে রাখতে পারি।’

আরটি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।