আমিরাতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ


প্রকাশিত: ১২:১২ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার ভারতের কাছে ৪৫ রানের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। তবে মাশরাফি বাহিনীর এখনই সব সুযোগ শেষ হয়ে যায়নি, সামনে আছে আরো তিনটি ম্যাচ। অতীতের ভুল শুধরে পরের ম্যাচগুলোতে ভালো করতে বদ্ধপরিকর টাইগার বাহিনী।

আজ (শুক্রবার) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ফিরতে চায় বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে।

টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের কোনোই বিকল্প নেই বাংলাদেশ দলের। ভারতের বিপক্ষে ভুলত্রুটি শুধরে ফিরে আসার এ ম্যাচে বাংলাদেশ দলে কিছু পরিবর্তন আসতে পারে।

প্রথম ম্যাচে ভালো পারফরমেন্স করতে ব্যর্থ মোহাম্মদ মিঠুনকে সেরা একাদশের বাইরে রাখা হতে পারে। সেক্ষেত্রে অভিজ্ঞ নাসির হোসেনকে সেরা একাদশে রাখা হতে পারে।

বাংলাদেশ দল: সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন এবং মুস্তাফিজুর রহমান।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।