আমিরাতকেও হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ


প্রকাশিত: ০২:২৫ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে কিছুটা কোণঠাসা টিম বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আগামী ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। শুক্রবার বাছাই পর্ব খেলে মূল পর্বে আসা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচকে যথেষ্ট গুরুত্বের সঙ্গেই নিচ্ছেন মাশরাফি-সাকিবরা এবং ওই ম্যাচেই ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যাক্ত করেন বাংলাদেশ দলের অধিনায়ক।

বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেন, ‘গতকালের ম্যাচটি আমাদের হাত থেকে চলে গেছে। এজন্য আগামীকালের ম্যাচটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টে টিকে থাকার জন্য। সে সঙ্গে আমাদের প্রস্তুতির জন্যও এটা গুরুত্বপূর্ণ। ম্যাচটিকে আমরা খুব গুরুত্ব সহকারে নিচ্ছি। আশা করি আমরা ঘুড়ে দাঁড়াতে পারবো।’

আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে প্রত্যাশা কি জানতে চাইলে মাশরাফি বলেন, ‘আমাদের প্রত্যাশা ভালো ক্রিকেট খেলার সঙ্গে সঙ্গে ম্যাচ জেতা। এটা গতকালের ম্যাচেও ছিলো; কিন্তু দূর্ভাগ্যবশত আমরা এটা করতে পারেনি। আমাদের ফোকাসটা সেভাবেই থাকবে। গতকালকের ম্যাচটা আমরা যেভাবে খেলেছি, আগামীকালকের ম্যাচটাও আমরা সেভাবে খেলবো!’

দল হিসাবে আরব আমিরাত এবার যথেষ্ট শক্তিশালী। বাছাইপর্বে সবগুলো ম্যাচই জিতেছে তারা। এরমধ্যে রয়েছে শক্তিশালী আফগানিস্তান। তাই তাদের বিপক্ষে ম্যাচটি কেমন চ্যালেঞ্জিং হবে জানতে চাইলে মাশরাফি বলেন, ‘আসলে এভাবে চিন্তা করিনি। আরব আমিরাত তাদের লেভেলের সেরা ক্রিকেট খেলেই এখানে এসেছে। আমাদের কাজটা, ক্রিকেট দল হিসেবে উচিত হবে পেশাদারিত্বের সঙ্গে পারফরম্যান্স করা, ম্যাচটা আমাদের জেতা। আগেও বললাম, কালকে আমরা একটি মূহুর্ত পর্যন্ত ভালো ক্রিকেট খেলেছি। তারপরে আর হয়নি। আশা করবো আগামীকাল পুরোটা সময়ই আমাদের ভালো কাটবে।’

আরব আমিরাতের ক্রিকেট সম্পর্কে ধারণা রয়েছে বলে জানান মাশরাফি। তাদের কিছু ভিডিও ক্লিপস দেখেছেন বলেও জানান তিনি। তবে অন্যান্য দলের ক্ষেত্রে যেমন ধারণা থাকে তাদের সম্পর্কে ততটা গভীরভাবে জানেন না বলেও স্বীকার করে নেন তিনি। তারপরেও যতটুকু আছে ততটুকুর মধ্যেই ওয়ার্কআউট করেছেন বলে জানান অধিনায়ক।

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।