তবুও ইতিবাচক দেখছেন মাশরাফি


প্রকাশিত: ০১:২৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

ভারতের বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বড় হারই হেরেছে বাংলাদেশ। ভারতীয় ইনিংসের প্রথম ১৫ওভার ম্যাচে থাকলেও এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি টাইগাররা। এই প্রথম ১৫ ওভার ম্যাচে থাকাকেই ইতিবাচক হিসাবে দেখছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। পাশাপাশি সেদিনের ভুল শুধরে আগামী ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে ভারতের বিপক্ষে কী ইতিবাচক দিক পেলেন? জানতে চাইলে অধিনায়ক বলেন, ‘কয়েকটি ইতিবাচক দিক অবশ্যই আছে। ভারতের ব্যাটিং অর্ডারকে আমরা ১৫ ওভার পর্যন্ত আটকে রাখতে পেরেছি। ওই পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। এরপর আক্রমণ না করে ডিফেন্স করে রান আটকে রাখা যেত কিনা এই সব কিছু বিবেচনা করার আছে। এগুলো আমরা গতকাল ভুল করে গেছি। আবার ব্যাটিংয়ে সেই একই জিনিস। আমরা মনে করি ভারতের ব্যাটিং অর্ডারকে আটকে রাখা আমাদের জন্য অনেক ইতিবাচক কিছু এবং আমরা যেমন অনুশীলন করেছি এবং পরিকল্পনা করেছি। সেগুলোর বাস্তবায়ন ঠিক মতোই হচ্ছিলো। হয়তো শেষটা যেভাবে করার দরকার ছিলে সেভাবে আমরা করতে পারিনি। ব্যাটিংয়ের কথা বললে বলবো দ্রুত উইকেট পড়লে একটা চাপ তৈরি হয়; ওটাই হয়েছে।’

ওয়ানডে ক্রিকেটে এগিয়ে গেলেও সে তুলনায় টি-টোয়েন্টিতে এগোতে পারছে না বাংলাদেশ। টি-টোয়েন্টির ভাষা বুঝতে না পারার কারণ জানতে চাইলে অধিনায়ক বলেন, ‘আমরা ঠিক পথেই আছি। টি-টোয়েন্টি এমন না যে প্রত্যেকদিন ভালো খেলা সম্ভব। আমার বিশ্বাস এভাবে করতে থাকলে আশা করি আমরা ভালো জায়গায় যেতে পারবো। হয়তো রাতারাতি পরিবর্তন হয় না। আগে চিন্তা করতাম আমরা ভালো খেলতে পারি না, সেই চিন্তা-ভাবনাটা এখন আমাদের পরিবর্তন হয়েছে।’

এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি নিয়ে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করেছে বাংলাদেশ। এরপর ঢাকার বাইরে খুলনা-চট্টগ্রামের কন্ডিশনে অনুশীলন করেছে তারা। পরীক্ষা-নিরীক্ষায় কতটুকু সফল হল বাংলাদেশ জানতে চাইলে তিনি বলেন, ‘প্রথমে বলি খুলনা এবং চট্টগ্রামে অনুশীলন করার কোন আলাদা কারণ ছিলে না। তখন যুব বিশ্বকাপ চলছিলো ঢাকাতে। কোন কিছু আসলে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদের অনেক কিছু আছে অর্জন করার।’

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।