অপ্রত্যাশিত পারফরম্যান্সে স্বাভাবিকই আছেন মুস্তাফিজ


প্রকাশিত: ০১:২২ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

চার ওভার বল করে ৪০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। এমন দিন এর আগে কখনো দেখেননি বাংলাদেশ দলের নতুন সেনসেশন মুস্তাফিজুর রহমান। এমন অপ্রত্যাশিত পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই মানসিকভাবে ভেঙ্গে পড়ার কথা এ তরুণের; কিন্তু ভেঙ্গে পড়েননি তিনি। এটাকে মেনে নিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মানসিকভাবে পরবর্তী ম্যাচের জন্য সম্পূর্ণভাবে তৈরি রয়েছেন বলেও জানান তিনি।

বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘ও (মুস্তাফিজ) শতভাগ ঠিক আছে। ও খেলাটা নিয়ে এতো ভাবে না। ওর কাছে হয়তো এমন পারফরম্যান্স সবার অপ্রত্যাশিত। কারন বিগত দিনগুলোতে ও অনেক ভালো পারফরম্যান্স করে এসেছে; কিন্তু একজন খেলোয়াড় হিসেবে এমন খারাপ দিন আসতেই পারে। ভবিষ্যতেও আরও আসতে পারে। ভালো দিক যে এটা ও খুব স্বাভাবিকভাবে নিয়েছে। আমার বিশ্বাস এটা ও খুব ভালোভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।’

ভারতের বিপক্ষে হারলেও এখনও টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি টাইগারদের। আগামীকাল (শুক্রবার) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচে মুস্তাফিজের নিকট কি প্রত্যাশা জানতে চাইলে অধিনায়ক বলেন, ‘এই সংস্করণে বিশেষ কারো দিকে তাকিয়ে থাকা সম্ভব নয়। এটা হতে পারে মুস্তাফিজ, হতে পারে সৌম্য। বিশেষ কারো দিকে চোখ রাখার কোন সুযোগ নেই।’

শিশির পড়লে পরের ম্যাচে কেমন করবেন মুস্তাফিজ তা জানতে চাইলে অধিনায়ক আরও বলেন, ‘শিশির পড়লেও কিছু করার নেই। ওর অনান্য কিছু বল আছে যেগুলো ও করতে পারে। ওভাবে চিন্তা করা কঠিন। এমন কিছু সময় আসবে যখন শিশির থাকবে। সেখানে খেলতেই হবে। ও আরও ১০-১২ বছর ক্রিকেট খেলবে অনেক কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে যাবে। যদি প্রয়োজন হয় আগে ব্যবহার করার আমরা তাই করবো। আমরা জানি ওর বলে শটস খেলা সব সময় কঠিন। সেটার পরিকল্পনা করে আমরা এগিয়ে যেতে চাই।’

উল্লেখ্য, অভিষেকের পর থেকেই বাংলাদেশের দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন মুস্তাফিজ। ধারাবাহিকভাবে পারফরম্যান্স করায় ভারত বধের নায়ককে নিয়ে অনেক বেশি প্রত্যাশা ছিল বাংলাদেশি ক্রিকেটভক্তদের। তবে সেদিন হতাশ করলেও আগামীতে তা ভুলে স্বাভাবিক পারফরম্যান্স করবেন বলে জানালেন মাশরাফি।

আরটি/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।