ফর্ম নয় দলগত পারফরম্যান্স নিয়েই ভাবছেন মাশরাফি


প্রকাশিত: ০১:২২ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

ভারতের বিপক্ষে বড় হার দিয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচের শুরুতে বোলাররা ভালো করলেও শেষদিকে তা ধরে রাখতে পারেনি। দলের ব্যাটসম্যানরাও ফর্মহীনতায় ভুগছেন, বিশেষকরে পৃথিবীর বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান। তবে দলের খেলোয়াড়দের ফর্ম নিয়ে ভাবছেন না বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দলগত পারফরম্যান্স করা নিয়েই ভাবছেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বাংলাদেশকে জয় পেতে হলে দলগত পারফরম্যান্স ছাড়া কোন বিকল্প নেই বলেও জানান তিনি।

বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেন, ‘ফর্ম এমন একটি জিনিস যেটা আপ-ডাউন করে। অন্যান্য দলের সঙ্গে যদি মেলান, তাহলে ওদের বেশিরভাগ খেলোয়াড়রই ৫০-এর উপর ম্যাচ খেলেছে। আমরা খেলেছি খুব কম। আমি মনে করি না এ স্টেজে এসে ম্যাচের কথা বলার দরকার আছে। একটি জিনিস যে দল হিসেবে আমাদের খেলতে হবে। অন্য দলের ২/১জন খেললেই ম্যাচ বের হয়ে যায়। কালকে যেমন রোহিত খেলেছিলো; কিন্তু আমাদের দলগত পারফরম্যান্স করেই জিততে হবে।’

বুধবার বাংলাদেশের বিপক্ষে প্রায় একাই ম্যাচ ছিনিয়ে নিয়েছেন রোহিত শর্মা। আর বোলিংয়ে নেতৃত্ব দিয়েছেন অভিজ্ঞ আশিস নেহরা। বাংলাদেশ দলে কেউ এমন কিছু কী করতে পারছেন? জানতে চাইলে তিনি বলেন, ‘ওদের ক্ষেত্রে এটা হতে পারে। আমাদের ক্ষেত্রে সবাই মিলে ছোট ছোট ইনিংস হলেও পুরো দল যদি আমরা ভালো খেলি; তাহলে আমাদের পক্ষে রেজাল্ট আসবে। বিশেষ করে টি-টোয়েন্টি সংস্করণে।’

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।