আফ্রিদিরা এখন ঢাকায়
বুধবার থেকে শুরু হয়েছে এশিয়া কাপের ১৩তম আসর। একইদিন সন্ধ্যায় টুর্নামেন্টে অংশ নিতে ঢাকায় পৌঁছেছে শহিদ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকায় পা রাখে আফ্রিদিরা।
বুধবার পৌঁছেই হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি উঠেছে টিম হোটেল লা মেরিডিয়ানে। ২৩ ফেব্রুয়ারি দুবাইতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল থাকায় দুইদিন পর ঢাকায় আসে তারা। তবে দলের সঙ্গে যোগ দেননি নতুন বোলিং কোচ আজহার মাহমুদ। আগামী দু-এক দিনের মধ্যেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি জানা গেছে।
আগামী ২৭ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষ মাঠে নামবে পাকিস্তান ক্রিকেট দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
উল্লেখ্য, গত সোমবার ঢাকায় পৌঁছায় ভারত ও শ্রীলঙ্কা। আর বাছাইপর্ব খেলতে ১৭ ফেব্রুয়ারি ঢাকায় নামে মূল পর্বে সুযোগ পাওয়া সংযুক্ত আরব আমিরাত।
আরটি/আইএইচএস/আরআইপি