পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারায় হেরেছে বাংলাদেশ


প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে বড় হার দিয়ে শুরু হলো বাংলাদেশের এশিয়া কাপ মিশন। প্রথমবারের মতো টি-টোয়েন্টি সংস্করণের এ ম্যাচের জন্য গত দুইমাস নিবিড় অনুশীলন করে বাংলাদেশ। কিন্তু বুধবার ভারতের বিপক্ষে নিজেদের পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে পারেনি টাইগাররা। আর এর ফলেই দলকে এমন হার মানতে হয়েছে বলে জানালেন দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেন, ‘আসলে আমরা আমাদের পরিকল্পনাগুলো ঠিকভাবে বাস্তবায়ন করতে পারিনি।’

ম্যাচে চার পেসারের কথা উল্লখে করে বলেন, ‘চার পেসার আমাদের পরিকল্পনাই ছিল। আমরা চার পেসার নিয়ে ম্যাচেই ছিলাম, কিন্তু দশ এগারো ওভারের পর শিশির পরতে শুরু করে তখন আমাদের বোলিং করাটা কঠিন হয়ে যায়। তখন বল গ্রিপ করা যাচ্ছিলো না। যার ফলে তখন বোলাররা একটু বেশি রান দিয়ে ফেলে। সে সময় মুস্তাফিজের কাটারগুলোও ঠিকমতো হচ্ছিলো না।’

ওপেনার ইমরুল কায়েস এ ম্যাচে চার নম্বরে ব্যাট করেছেন। এর কারণ জানতে চাইলে বলেন, ‘এটাও আমাদের পরিকল্পনায় ছিল। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন গড়ার জন্যই ইমরুলকে নামানো হয়েছে। তখন সৌম্য আউট না হয়ে সাব্বির আউট হলে মুশফিক নামতো। আমরা আমাদের পরিকল্পনায় বদ্ধপরিকর ছিলাম। কিন্তু তা ঠিকমত করতে পারিনি।’

এদিন ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংও খুব বাজে করেছে। সহজ ক্যাচ মিস ছাড়াও বেশকিছু সহজ ফিল্ডিং মিস করে চার দিয়েছে তারা। পরের ম্যাচে এ নিয়ে আর কাজ করবেন বলে জানান অধিনায়ক। আর এ ম্যাচের ভুল শুধরে সাম্নের ম্যাচে ভালো খেলার প্রত্যয় প্রকাশ করেন তিনি।

আরটি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।