কোহলিকে ফিরিয়ে দিলেন মাশরাফি


প্রকাশিত: ০১:৫৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

আল আমিনের পর ভারতীয় ইনিংসে আঘাত হানলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এবার তিনি ফিরিয়ে দিলেন বিরাট কোহলিকে। ইনিংসের পঞ্চম ওভারের তৃতীয় বলেই মাশরাফির বল খেলতে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কোহলি। ১২ বল খেলে ৮ রান করেন তিনি।

এর আগে টস জিতে কেন বাংলাদেশ ফিল্ডিং নিলো, সেটা প্রমাণ করে দিলেন পেসার আল আমিন হোসেন। মিরপুরের ঘাসের উইকেটে যে ভারতের জন্য ফাঁদ ছড়িয়ে রেখেছে বাংলাদেশ, সেটা হাঁড়ে হাঁড়েই টের পাচ্ছে ভারতীয়রা। প্রথম ওভারেই তাসকিন আহমেদের ইনসুইঙ্গারে রীতিমত ভুগতে হয়েছে তাদের।

দ্বিতীয় ওভারে বল করতে এসেই ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে বোল্ড করে প্যাভিলিয়নে ফিরিয়ে দিলেন আল আমিন হোসেন। দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই ভারত ওপেনারকে বোল্ড করে দিলেন আল আমিন। আল আমিনের দুর্দান্ত সুইংয়ে কুপোকাত ভারতের মারমুখি এই ওপেনার।

এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ৪.৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২২ রান। উইকেটে রয়েছেন রোহিত শর্মা ১০ এবং ০ রানে সুরেষ রায়না।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।