এমন উইকেট কখনও দেখা যায়নি মিরপুরে!


প্রকাশিত: ০১:০৫ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

অনেক ক্রিকেটবোদ্ধাই বলে থাকেন, ভারতীয় ব্যাটসম্যানরা ঘুমিয়ে ঘুমিয়েও স্পিন মোকাবেলা করতে পারেন; কিন্তু ঘাসের বাউন্সি উইকেটে ঠিক তার বিপরীত। এটা ভেবেই কি না এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের উইকেট পুরো ঘাস দিয়ে ঢেকে রাখা হয়েছে। বলা যায়, বিরাট কোহলিদের জন্য মিরপুরে সবুজের ফাঁদ তৈরী করেছে বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে এতো ঘাস, সর্বশেষ কবে কে দেখেছিল- সঠিককরে কেউ তা বলতে পারলো না।

গত বছর জুনে, সর্বশেষ ভারত সিরিজে চার পেসার নিয়ে দারুণ সাফল্য পেয়েছিল বাংলাদেশ। সে ভাবনা থেকেই ঘরের মাঠে কিছুটা সুবিধা নিতে উইকেটের ঘাস ছাঁটা হয়নি। উইকেট বিবেচনাতেই সম্ভবত বাংলাদেশ বোলিংয়ে পেস শক্তি বাড়াতে পারে। মাশরাফির দলে রয়েছেন পাঁচ পেসার। বাড়তি বাউন্স আদায় করে নিতে তাই ঘাসের উইকেটই পেলো টাইগাররা।

বরাবরই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের উইকেট অনেকটা ন্যাড়াই থাকে; কিন্তু গত কয়েকটি সিরিজ থেকেই কিছুটা পেস সহায়ক উইকেট পাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা। বিশ্বকাপে অস্ট্রেলিয়াতে স্পোর্টিং উইকেটে ভালো খেলার পর থেকেই এমন উইকেটে মানিয়ে নিচ্ছে বাংলাদেশ। তাই এশিয়াকা পের উদ্বোধনী ম্যাচে ঘাসের উইকেটেই ভারত বধ করতে চায় মাশরাফি অ্যান্ড কোং।

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।