মিরাজ যদি ওপেনিংয়ে ভালো করে, সেটা তো দেশের জন্যই ভালো: বিজয়

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:১২ পিএম, ১৩ জানুয়ারি ২০২৩

তিনি বিপিএলে ওপেন করবেন, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল খেলা শুরুর আগে থেকেই। কিন্তু ঢাকাপর্বে দুই ম্যাচের একটিতেও ফরচুন বরিশালের হয়ে ইনিংসের সূচনা করেননি মেহেদি হাসান মিরাজ।

প্রথম দুই ম্যাচে বরিশালের হয়ে ওপেন করেছেন এনামুল হক বিজয় আর লঙ্কান চতুরঙ্গ ডি সিলভা। তবে আজ শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে এনামুল হক বিজয়ের সাথে ওপেন করেছেন মিরাজ।

৭ জানুয়ারি সিলেট স্ট্রাইকার্সের সাথে প্রথম খেলায় আগে ব্যাট করা বরিশালের হয়ে আট নম্বরে ব্যাটিংয়ে নেমে মাত্র ১ রানে রান আউট হয়ে যান মিরাজ। তবে ১০ জানুয়ারী শেরে বাংলায় রংপুর রাইডার্সের সাথে নিজেদের দ্বিতীয় খেলায় মিরাজ চারে নেমে ২৯ বলে ৪৩ রানের এক আক্রমণাত্মতক ইনিংস খেলে দল জেতাতে কার্যকর অবদান রাখেন।

বলে রাখা ভালো, সে ম্যাচে লঙ্কান ওপেনার চতুরঙ্গ সিলভা আউট হয়েছিলেন মাত্র ১ রানে। আজ মিরাজ প্রমোশন পেয়ে ওপেনার হিসেবে খেলতে নেমে খুব বড় ইনিংস উপহার দিতে না পারলেও মাত্র ১২ বলে দুইশ স্ট্রাইকরেটে তিন বাউন্ডারি ও এক ছক্কায় ২৪ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন।

চট্টগ্রামের ব্যাটিং সহায় উইকেটে মিরাজকে দিয়ে ওপেন করানোর সিদ্ধান্ত আগের না, আজ খেলার দিন সকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে এসে মিরাজের ওপেনিং পার্টনার এনামুল হক বিজয় জানালেন এ তথ্য।

বিজয়ের কথা, ‘না, এটা আসলে ওরকম কোনো প্ল্যান না। আসলে আজ সকালেই ঠিক হয়েছে যে মিরাজই ওপেন করবে। আর মিরাজ তো ওপেন করেই অনেক সময়। তো একটা ভালো প্ল্যান ছিল বলে মনে করি।’

মিরাজকে বুদ্ধিমান ক্রিকেটার আখ্যা দিয়ে বিজয় বলেন, ‘আসলে আমি তো সবসময় ওপেন করতে পছন্দ করি, আর মিরাজ অনেক বুদ্ধিমান একটা ছেলে। ও সবসময় নিজের বুদ্ধিমত্তাকে মাঠে কাজে লাগাতে চেষ্টা করে। যখনই সুযোগ পায়, ভালো করার চেষ্টা করে।’

‘সে উন্নতি করছে। আমার আশা সে আরও করবে দিনকে দিন। যদি সুযোগ আসে ওপেনিংয়ের, যদি সে ভালো করে, সেটা তো দেশের জন্য ভালো! আমরা যেই ওপেনিং করি, আমাদের লক্ষ্য থাকবে দেশকে জেতানোর’-যোগ করেন বিজয়।

ওপেনার হিসেবে মিরাজকে কী পরামর্শ দেবেন? বিজয় নিজেকে এখনও পরামর্শ দেয়ার মতো কেউ ভাবেন না। তার ভাষায়, ‘আমি পরামর্শ দেওয়ার কেউ না। সেটা তামিম ভাই বা সাকিব ভাই বা কোচ বললে বেটার হবে।’

এআরবি/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।