আরও এক বছর জাতীয় ফুটবল দলের কোচ ক্যাবরেরা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:০২ পিএম, ১১ জানুয়ারি ২০২৩

আগেই আভাস ছিল, জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে স্পেনের হ্যাভিয়ের ক্যাবরেরার চুক্তির মেয়াদ বাড়ছে। গত ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ক্যাবরেরার চুক্তি ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবেই জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আরও এক বছরের জন্য তার সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বুধবার ক্যাবরেরার সঙ্গে চুক্তি বাড়ানো হয়েছে বলে ঘোষণা দিয়েছেন বাফুফের সহসভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। নতুন চুক্তি অনুযায়ী, ক্যাবরেরা ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

এক ভিডিওবার্তায় কাজী নাবিল আহমদে বলেছেন, ‘ক্যাবরেরা এক বছর ধরে বাংলাদেশ ফুটবলের সঙ্গে কাজ করে যাচ্ছেন। তার সঙ্গে আলোচনা করে আমাদের ন্যাশনাল টিমস কমিটি সিদ্ধান্ত নেয় এক বছর চুক্তি বাড়াতে। তার কাছে আমরা একটা চুক্তিপত্র পাঠিয়েছিলাম। আমাদের উভয়পক্ষের সেই চুক্তিতে সই করা হয়ে গেছে। কোচও বাংলাদেশে চলে এসেছেন।’

‘এ বছর আমাদের যে কাজগুলো আছে, গত বছরের আলোকে আমাদের কাজগুলোর ধারাবাহিকতা বজায় থাকবে। এ বছর আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ খেলা আছে। বিভিন্ন বাছাই আছে, ফিফা উইন্ডোতে খেলা আছে। অনূর্ধ্ব-২৩ দলের ও যুব দলের খেলা আছে। চলমান প্রিমিয়ার লিগ ও ফেডারেশনের কাপের সাথে আমাদের জাতীয় দলের কার্যক্রমও অব্যাহত রাখতে পারবো।’

নতুন চুক্তি করে স্প্যানিশ কোচ ক্যাবরেরা এক ভিডিওবার্তায় বলেছেন, ‘আমি বাংলাদেশের সঙ্গে আরো এক বছরের চুক্তি করেছি। আমি খুব খুশি। এটা আমার জন্য খুব আনন্দের। আমি বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন, ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ ও টেকনিক্যাল ডাইরেক্টর পল স্মলিকে ধন্যবাদ জানাই আবার সুযোগ দেওয়ার জন্য। নতুন বছরে আমাদের প্রথম এসাইনমেন্ট হবে মার্চে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। আমরা ওই সময় দেশে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবো।’

আরআই/এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।