ওপার বাংলার রাজকাহিনী’তে জয়া


প্রকাশিত: ০২:৫৮ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৪

ওপার বাংলার সৃজিতের ‘রাজকাহিনী’তে দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানকে। তবে এই প্রথম নয়। এর আগেও অরিন্দম শীলের ‘আবর্ত’এ চারু সেনের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে।  ১৯৪৭ সালের ভারত বাংলাদেশ ভাগের ঘটনাই সৃজিতের ছবির বিষয়।

এ বিষয়ে জয়া জানান, সিঙ্গাপুর ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে সৃজিতের সঙ্গে আলাপ হয়েছিল। তখনই তিনি এই ছবিটিতে অভিনয়ের কথা বলেন এবং চিত্রনাট্য পড়তে দেন। আমিও রাজি হয়ে যাই। ওঁর মতো পরিচালকের সঙ্গে কাজের সুযোগ পাওয়াটা ভাগ্যে ব্যাপার। এখনই চরিত্র নিয়ে মুখ খোলার অনুমতি পাইনি। বাকিটা ক্রমশ প্রকাশ্য।

জয়া ছাড়াও ‘রাজাকাহিনী’তে বিভিন্ন চরিত্রে অভিনয় করছে- সাবিত্রী চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, কৌশিক সেন, ঋতুপর্ণা সেনগুপ্ত ও ব্রাত্য বসু। দু-একদিন আগেই ছবির শুভ মহরত হয়ে গিয়েছে। শুটিং শুরু হবে শিগগিরি।

প্রসঙ্গত, জয়া আহসান কম সংখ্যক ছবিতে কাজ করলেও রীতিমতো একাধিক পুরস্কার জিতেছেন অভিনয়গুণে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।